গোলাপ হয়ে বেঁচে থাকে সে

শেফায়েতুল জান্নাত সানিয়াবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2022, 07:57 AM
Updated : 26 March 2022, 07:57 AM

সবাই থাকতে চাই

পৃথিবীর ভূখণ্ডে স্মরণীয় হয়ে

কেউবা সৎ কেউ অসৎ এর বলে।

কেউ আকাশে উড়াতে চাই ঘুড়ি

কেউবা মাঝরাস্তায় উড়াই ধুলি

কেউ চায় কারও ক্ষতি করতে

কেউ চায় সবাইকে আগলে রাখতে।

তবে পৃথিবীর তো একটাই কথা

মুছে দেওয়া যায় যদি সব ব্যথা

পরাজিত যেন হয় সব ফণী

বিজয়ী যেন হয় সততার ধ্বনি।

পাপী হয়ে বেঁচে থাকে সে

যে পাপ করে অবনীর তরে

গোলাপ হয়ে বেঁচে থাকে সে

যে সততা চর্চা করে।

পাপী হয়ে বেঁচে থেকো না হায়

এসো না সততার মুখোশ পরে

পরপারে তো বাঁচার উপায় নাই।

বড় বড় যারা ছিলেন মনীষী

তাদের আজও আমরা মনে রাখি

ভালোবেসে আগলে রাখে এই ধরণী।

যারা করেছে সবার ক্ষতি

তারাই তো পাপী

তাদেরও স্মরণে রাখি

কালো পাত্রে তাদের স্থান রাখি।

লেখক: শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!