গৌরবের দিন

কারিমা ফেরদৌসী কেকাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2022, 04:27 AM
Updated : 8 March 2022, 04:43 AM

একটি দেশের দুটি অংশ

বারশ মাইল দূরে

উর্দুভাষী বাঙালিদের

যাচ্ছে শোষণ করে।

২৫ মার্চ মধ্যরাতে ট্যাংকবহর নিয়ে

পাকসেনারা এলো

ঢাকার কত সাধারণ মানুষ

ঘর-জীবন দিলো।

ভাষার দাবি বাঁচার দাবি

এবার চাই স্বাধীনতা

২৬ মার্চের প্রথম প্রহর

ঘোষণা দিলেন জাতির পিতা।

সেই ঘোষণা শুনে যুদ্ধে

ঝাঁপিয়ে পড়লো যারা

বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান

মুক্তিযোদ্ধা তারা।

নয় মাসের যুদ্ধ শুরু

২৬ মার্চ থেকে

পাকিস্তানি তাড়াতে হবে

সোনার বাংলা থেকে।

২৬ মার্চ তাইতো আমাদের

গৌরবের দিন

কখনোই ভুলবো না

মুক্তিসেনার ঋণ।

কিডজ পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!