ভেজা বেড়াল শুকনো কাক

খালেদ হোসাইনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2021, 03:02 AM
Updated : 13 March 2021, 03:05 AM

ভেজা বেড়াল শুকনো কাক

ভিজে বেড়াল ভালোবাসে

ভাজা মাছ

কানাবগা ভালোবাসে

তাজা মাছ।

বৃষ্টি এলে তুমি যদি ভেজা কাক

মা এগিয়ে দেবে ঠিকই তোয়ালে, বাবা বলবে ভেজা থাক!

আসুক জ্বর বুঝুক ঠেলা।

বাবা তুমি কোথায় গেলা?

ডাকতে গেছে চিকিৎসক

চিকিৎসক নয় কানা বক

এমনকি নয় ভেজা কাক

কাকটা তবে ভেজাই থাক

ওরও বাঁধুক সর্দিকাশি

বা তীর্থে যাক গয়া কাশী

অথবা যাক বৃন্দাবন

যেখানে ওর টানে মন।

বৃন্দাবনে গাছগাছালি

শেষ হবে না তার পাঁচালি।

আমার হয়নি জ্বর বা কাশি

ভেজা পিঠা ভালোবাসি।

আসলো যখন চিকিৎসক

আমায় দেখে পেলো শক।

শক খাওয়া খুব ইজি তো

পেলো আবার ভিজিটও।

তা তে আবার খুশিও

তাই তাকে না দূষিয়ো।

খুশি ভেজা বেড়ালও

সুযোগ পেয়ে এড়ালো

হায় রে বেড়াল ভেজা মন

কোথায় ওঠা, কই নামন!

কিন্তু তখন ভেজা কাক

না না কাকের কথা থাক।

চাঁদ উঠেছে, বেশ হয়েছে

চাঁদ উঠেছে, বেশ হয়েছে

মেঘ-ভরা আসমানে

চাঁদ ও মেঘের লুকোচুরির

মহিমা কে জানে!

মেঘের পরে মেঘ ভেসে যায়

দৃশ্য-বদল ঘটে

মাস ফুরুলে নতুন একটা

চাঁদও ওঠে বটে!

নিয়ম ধরে চলছে এটা

নিরবধি কাল

পুরনো চাঁদ- তবু মনে

হয় না- এ জঞ্জাল।

নতুন আবেগ নতুন আবেশ

নতুন অনুভূতি

পুরনো সব ঝেঁটিয়ে দিয়ে

ছড়ায় নতুন দ্যুতি।

চাঁদকে ঘিরে মেঘরা গড়ে

রঙবেরঙের মালা

আকাশ যেন আকাশ নয় আর

সচল চিত্রশালা।

জোছনা মেখে চাঁদ দেখতে

ঘরের বাইরে ছুটি

মাসে মাসে আমরাও তাই

নতুন হয়ে উঠি।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!