অঙ্কিতা সরকার এর দুটি কবিতা

অঙ্কিতা সরকারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2021, 07:19 AM
Updated : 7 March 2021, 05:46 PM

বসন্তকাল

কোকিল ডাকে গাছের ডালে

বাগান ভরলো অনেক ফুলে,

প্রিয় ঋতু বসন্ত

তাইতো আমার আনন্দ।

এসো নাচি এসো গাই,

প্রিয় ঋতু এলো

ছোট বড় সবার মনে

জাগলো নতুন আলো।

একুশ

একুশ মানেই বাংলা ভাষা

একুশ মানেই সব,

একুশ ছাড়া হতো না কথা

পাখির কলরব।

উর্দু হবে মোদের ভাষা

চেয়েছিল ওরা,

রক্ত দিয়ে বাংলা ভাষা

আনল শহীদেরা।

ফাগুন এলেই শহীদ মিনারে

দেই যে ফুলের মালা

ফাগুন এলেই মা কাঁদে

কাঁদে বর্ণমালা।

কবি পরিচিতি: বয়স ৮, তৃতীয় শ্রেণি, নালন্দা উচ্চ বিদ্যালয়

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!