ভাষা শহীদ স্মরণে ইকরিমিকরির বর্ণ উৎসব
মাজহার সরকার, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2021 11:00 AM BdST Updated: 27 Feb 2021 11:09 AM BdST
-
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের সঙ্গে শিশুরা
-
ছবি আঁকছেন ভাষা সংগ্রামী আহমদ রফিক
-
ছবি আঁকছেন কার্টুনিস্ট আহসান হাবীব
-
ইকরিমিকরি নির্মিত শহীদ মিনার
-
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘বর্ণ উৎসব’ করেছে শিশু-কিশোর প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইকরিমিকরি’।
২১ ফেব্রুয়ারি ঢাকার পূর্বাচলে জয় বাংলা চত্বরে এ উৎসবে তাদের নির্মিত একটি শহীদ মিনার উদ্বোধন করেন ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক।

ছবি আঁকছেন ভাষা সংগ্রামী আহমদ রফিক
উৎসবে অংশ নেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, কার্টুনিস্ট আহসান হাবীব, শিল্পী মাহফুজুর রহমান, শিল্পী বিশ্বজিৎ গোস্বামী, কার্টুনিস্ট মেহেদী হক, কার্টুনিস্ট নাসরীন সুলতানা মিতু, শিল্পী ইমরান হোসেন পিপলু, শিল্পী আবদুশ শাকুর শাহ, শিল্পী কনক আদিত্য, শিল্পী আইভি জামান, শিল্পী হামিদুজ্জান খান, শিল্পী মীম রহমান, শিল্পী বিপ্লব চক্রবর্তী, শিল্পী নিখিল চন্দ্র দাস ও শিল্পী মামুন হোসাইন ।

ছবি আঁকছেন কার্টুনিস্ট আহসান হাবীব

ইকরিমিকরি নির্মিত শহীদ মিনার

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |