পিঁপড়া ও ডায়নোসরের গল্প
নিহা ইসলাম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2021 11:18 AM BdST Updated: 20 Jan 2021 11:18 AM BdST
-
বইয়ের প্রচ্ছদ ও লেখক
-
বই: পিঁপড়া ও ডায়নোসরের গল্প, লেখক: মঞ্জু সরকার, অলঙ্করণ: অদ্রিজা ঘোষ, প্রকাশক: ময়ূরপঙ্খি, মূল্য: ১৮৭
এ গল্পটি লুনা নামের ছোট্ট একটি মেয়ের, যে দাদার কথা মতো চকলেটগুলো মুন, সুমি ও পলাকে ভাগ করে দেয়নি। বরং লুকিয়ে খেয়ে নিচ্ছিল।
এমতাবস্থায় লুনার মুখের চকলেটের কিছু টুকরো মেঝেতে পড়ে গেল। সেই চকলেট খেতে দুটো লাল পিঁপড়া চলে এল।
পিঁপড়া দুটো চকলেটের টুকরোগুলো নিতে পারছিল না। তাই একটি আরেকটির কানে কানে সবাইকে খবর দিতে বলল, যাতে তারা সবাই মিলে চকলেটগুলো বাড়িতে নিয়ে মজা করে খেতে পারে।
সেই খবর পেতেই পিঁপড়ার দল সারি বেঁধে ছুটে এল। এই কাণ্ড দেখে লুনা তার দাদুকে ডাক দিল। দাদু দেখে বললেন, পিঁপড়ারা মিলেমিশে থাকে, সবাই মিলে খাবার খায়। আর তাই কেউ ওদের সাথে লড়াই করতে পারে না।
লুনা বলে, পিঁপড়ারা অনেক ছোট, টিপে দিলেই তো মরে যাবে! দাদু বললেন, এজন্যই পিঁপড়ারা দল বেঁধে থাকে। ‘একতাই বল’ এই উক্তিটি লুনাকে বোঝানোর জন্য দাদু পিঁপড়া ও ডায়নোসরের এক মজার গল্প বললেন। মজার গল্পটা এ বইটি পড়লে জানতে পারবেন।⠀
⠀

এই সুন্দর উদাহরণের মাধ্যমে গল্পটিতে পরিষ্কারভাবে ‘একতাই বল’ উক্তিটি বারবার প্রমাণিত হয়েছে। ঐক্যের সাথে এগিয়ে গেলে সাফল্য আসবেই, সেই জ্ঞান এই গল্পটিতে ছড়ানো হয়েছে। ⠀
⠀
দাদু ছোট্ট লুনাকে প্রশ্ন করেছেন, একসাথে থাকার জন্য মানুষকে কী করতে হয়? লুনা বলতে পারল না। দাদু তখন বললেন, একসাথে থাকার জন্য সবাইকে ভালোবাসতে হয়। সবার সাথে ভাগাভাগি করে খেতে হয়।⠀
একতার শিক্ষা আমাদের মানবজাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাগ করে নেওয়ার মধ্যে ভালোবাসা নিহিত, এর গুরুত্বের পাশাপাশি একতার গুরুত্ব কতখানি তা শিশুদের ছোট থেকেই বোঝানো উচিত।⠀
⠀
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |