একটি নদী বুকের ভেতর
মুজিব ইরম, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Dec 2020 11:29 AM BdST Updated: 01 Dec 2020 11:29 AM BdST
-
কোলাজে ব্যবহৃত অলঙ্করণ: সমর মজুমদার
আমার নদী
একটি নদী বুকের ভেতর
জিওল হয়ে থাকে
একটি নদী রাত বিরাতে
হাত উঁচিয়ে ডাকে।
বলে আমায় কেনো রে তুই
দূরে দূরে থাকিস
আমায় ভুলে কেনো রে তুই
ভিনদেশি নাম ডাকিস!
কেনো রে তুই ভুলে গেলি
সেই যে জলের নাচ
একদিন তুই হতে চাইলি
উজান স্রোতের মাছ!
রাত বিরাতে একটি নদী
বুকের ভেতর থাকে
সেই নদীটি কাঁদায় বড়ো
বলবো আমি কাকে!
আমার পুকুর
আমার একটা পুকুর আছে
চিতল মাছে ভরা
আমার একটা পুকুর আছে
স্মৃতি দিয়ে গড়া।
সেই পুকুরে চেলা মাছে
করছে খেলা রোজ
সেই পুকুরে পরান বান্ধা
নিত্য রাখি খোঁজ।
কলমি লতার দলের নিচে
জিওল মাছের ঘাই
জ্যোৎস্না রাতে রূপার ঝিলিক
নিজকে খুঁজে পাই।
শান বাঁধানো ঘাটে বসে
পদ্মশোভা দেখি
জলের নাচে জলের ছন্দে
পদ্য লেখা শিখি।
আমার কি আর সাধ্য আছে
এমন বয়স কিনি
ভাঙ্গা মাটির বাসন দিয়ে
খেলবো ছিনিমিনি!
তোমার নদী তোমার পুকুর
তুমি দূর শহরে থাকো
তোমার পুকুর নাই
তুমি ফ্ল্যাটের ঘরে থাকো
তোমার নদী নাই!
তোমায় কে বলেছে নাই
পুকুর নদী আছে
সেই নদীতে সেই পুকুরে
সাঁতার কাটে মাছে।
সেই পুকুরে ফুটে থাকে
পদ্ম পানা ফুল
সেই নদীতে জলের খেলা
ভাসায় মনের কূল।
তোমার পুকুর তোমার নদী
ড্রয়িং খাতায় আছে
তোমার পুকুর তোমার নদী
ভরা চিতল মাছে।
মনের ভেতর পুকুর নদী
মনের ভেতর বাস
সেই জলেতে সাঁতার কেটে
শান্তি বারো মাস।
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |