নীলা হারুনের কবিতা: মায়ের আঁচল ধরে

নীলা হারুনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2020, 09:27 AM
Updated : 21 Oct 2020, 09:27 AM

১.

ডালিম দানায় গড়ে দেব

লাল পান্নার হার

সবুজ লঙ্কা চুনি হলে

লাগবে বড়ই ঝাল।

আনারসের মুকুট মাথায়

সাজবে মহারানি

কাঁকন ঝুমুর চুলে তবে

অপরাজিতা আনি!

দুলবে বেণি পালকি যবে

থামবে এসে দ্বারে

ফিকফিকিয়ে হাসবে খুকি

মায়ের আঁচল ধরে।

২.

আর হেসো না আর হেসো না

মিষ্টি লাগে ভারি

মিঠাই কাকু রাগ করেই

এবার দিবে আড়ি।

যখন থেকে ওই হাসিটা

এই পাড়াতে এলো

তখন থেকেই মিঠাইর দোকান

বন্ধ হয়ে গেলো।

সব লোকেরা ওই হাসিতেই

মিঠাই খুঁজে পায়

কেবল পাড়ার মিঠাই কাকু

করেন যে হায় হায়।

৩.

গাছ মামা গাছ মামা

ঝাঁকা মাথায় দাঁড়িয়ে নাকি

তোমার মাথার ঝাঁকা দেখে

ছোট্ট পাখির বাসা আঁকি।

তালগাছে অবাক দেখি

শুকনো নারকেল ঝুলছে

মা বললেন, ওরে বোকা

বাবুইর বাসা দুলছে।

বট মামার চুলে বড়

জট লেগেছে

শেষ কবে তেল সাবানে

চুল আঁচড়েছে!

মরিচ গাছের ছায়ায় থাকা

ঘাসেদের বন খেলছে

কাশের মত সাদা ঘাসফুল

সেই বনেতে ফুটছে।

বরই গাছের সুচে গাঁথি

শিউলি ফুলের মালা

আম টুকটুক জাম টুকটুক

রাঙা হাসি সারাবেলা।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!