অহনা বিশ্বাস অথৈ এর কবিতা: আমি এক নারী
অহনা বিশ্বাস অথৈ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Oct 2020 11:38 PM BdST Updated: 07 Oct 2020 11:38 PM BdST
-
অলঙ্করণ: সুনেহ্রী আলম গুনগুন, সপ্তম শ্রেণি, তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
কে তুমি, দাঁড়িয়ে আছ রৌদ্রের ঘোমটা টেনে?
জানো তো সবই, তবু কেন এসেছ এদিক পানে
এক্ষুণি আসবে শকুনেরা, খুবলে খাবে তোমাকে
হয়ে তারপর অশরীরী তুমি ঘুরবে যেখানে সেখানে।
আমি ত্রিনয়নী কালী, আমি দশভুজা চণ্ডী
ঘাড় থেকে নামাবো মাথা যে পার করবে এই গণ্ডি।
শকুনদের আসতে দাও, ওটাই তো ওদের কাজ
খড়গ দেখেছ হাতে! এটাকে লাল করব আজ।
ওদেরই অপেক্ষায় দাঁড়িয়ে আছি, করব ওদের ধ্বংস
কী ভেবেছ আমাকে আমি নীল হংস।
হংস নই গো আমি, সিংহ আমার বাহন
লিখবো আজ আমি ওদের মৃত্যুর সাতকাহন।
কী হলো, স্তব্ধ কেন, দেখবে না সেই মৃত্যু লীলা?
তাদের বলছি, দেখে যাও, যারা আমাদের কর হেলা।
বলছি শোনো, কে তুমি, শকুনদের হত্যাকারী!
শুনবে কেন? দেখে নাও আমি এক নারী।
লেখক পরিচিতি: শিক্ষার্থী, একাদশ শ্রেণি, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
সর্বাধিক পঠিত
- টিকটিকির টিক্ টিক্
- মানুষের মাংস পিঁপড়ার পছন্দ
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- শিশুর হঠাৎ জ্বর, ওমিক্রন হলেও দুশ্চিন্তা নেই
- জয়নুলের ‘দুর্ভিক্ষের চিত্রমালা’
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- চারটি মজার গল্প
- বঙ্গবন্ধুর বাংলা জন্ম তারিখ কি আমরা জানি!
- শিশু খেতে চায় না, সত্যিই কি এটা কোন রোগ