অহনা বিশ্বাস অথৈ এর কবিতা: আমি এক নারী

অহনা বিশ্বাস অথৈবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Oct 2020, 05:38 PM
Updated : 7 Oct 2020, 05:38 PM

কে তুমি, দাঁড়িয়ে আছ‌ রৌদ্রের ঘোমটা টেনে?

জানো তো সবই, তবু কেন এসেছ এদিক পানে

এক্ষুণি আসবে শকুনেরা, খুবলে খাবে তোমাকে

হয়ে তারপর অশরীরী তুমি ঘুরবে যেখানে সেখানে।

আমি ত্রিনয়নী কালী, আমি দশভুজা চণ্ডী

ঘাড় থেকে নামাবো মাথা যে পার করবে এই গণ্ডি।

শকুনদের আসতে দাও, ওটাই তো ওদের কাজ

খড়গ দেখেছ হাতে! এটাকে লাল করব আজ।

ওদেরই অপেক্ষায় দাঁড়িয়ে আছি, করব ওদের ধ্বংস

কী ভেবেছ আমাকে আমি নীল হংস।

হংস নই গো আমি, সিংহ আমার বাহন

লিখবো আজ আমি ওদের মৃত্যুর সাতকাহন।

কী হলো, স্তব্ধ কেন, দেখবে না সেই মৃত্যু লীলা?

তাদের বলছি, দেখে যাও, যারা আমাদের কর হেলা।

বলছি শোনো, কে তুমি, শকুনদের হত্যাকারী!

শুনবে কেন? দেখে নাও আমি এক নারী।

লেখক পরিচিতি: শিক্ষার্থী, একাদশ শ্রেণি, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!