ঘুড়ি বিষয়ক তিনটি কবিতা
সুলেখা শামুক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Sep 2020 11:22 AM BdST Updated: 08 Sep 2020 11:22 AM BdST
-
আঁকিয়ে: আলী পারমিতা জাবীন, বয়স ৫, ক্লাস নার্সারি, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ
ঘোড়ার লেজে ঘুড়ি
খোকন সোনার রঙিন ঘুড়ি
আকাশ পানে উড়ে
বিশাল বনের পশুপাখি
দাঁড়িয়ে দেখে দূরে।
শঙ্খচিলে চরকা কাটে
হাতে নিয়ে সুতো
এমন সময় ঘুড়ির লেজে
ফড়িং দিলো গুঁতো।
লেজ হারালো রঙিন ঘুড়ি
খোকার চোখে রাগ
একশা হাঁড়ি মণ্ডা নিয়ে
এগিয়ে এলো বাঘ।
বাঘ ছুটেছে খোকার বাড়ি
সব পশুরা হা
সেই খুশিতে নাচছে বেজায়
কানা বকের ছা।
সব পশু আর সব পাখিরা
খোকন সোনার রাগে
একে একে দৌড়ে এলো
কে আসে কার আগে।
হরিণ এলো পিছুপিছু
এগিয়ে দিতে খাবার
জলহস্তি কেড়ে নিয়ে
করে দিলো সাবাড়!
তাইনা দেখে রাগ বেড়েছে
দ্বিগুণ হারে খোকার
গাধা তখন দু’কান কেটে
সাজলো মহা জোকার।
হাসছে গাধা কাঁদছে গাধা
রাগ ভাঙাতে খোকার
শেয়াল পণ্ডিত হাঁকছে জুড়ে
রাজ্যটা কি বোকার?
ঘোড়ার লেজে জোড়া দিয়ে
লাগিয়ে দিলো ঘুড়ি
ঘোড়ার পিঠে খোকা বসে
ভীষণ উড়াউড়ি।
ছুটছে ঘোড়া উড়ছে ঘুড়ি
নেই যে বিরাম আজ
ছোট্ট সোনা চাঁদের কণা
যেন মহারাজ।
রঙিন ঘুড়ি
লাল ঘুড়িটা বললো ডেকে
নীল ঘুড়িটা ওরে
বল না রে ভাই দূর আকাশে
মেঘেরা কেন উড়ে?
নীল ঘুড়িটা ভেবে বলে
লাল ঘুড়িটা ভাই?
আমি কী আর এসব জানি
সাদা কে সুধাই?
সাদা ঘুড়ি নীরব থেকে
বলে ও ভাই নীল?
দেখনা চেয়ে মাঝ আকাশে
কেমন উড়ে চিল!
চিলের ডানায় সোনালি রোদ
মুচকি হাসে শুনে
বেগুনি রঙ মেঘটা তখন
হাওয়ার গতি গুণে!
ঘুড়ি উড়ে হাওয়ায় হাওয়ায়
খোকা খুকু নাচে
ঘুড়ির ভেতর হাজার রঙের
স্বপ্ন বোনা আছে।
ভোকাট্টা
ভোকাট্টা ভোকাট্টা
কাটাকাটির খেলা
ঘুড়িতো নয় আকাশ জুড়ে
হাজার রঙের মেলা।
উড়ছে ঘুড়ি পড়ছে ঘুড়ি
নেই যে বিরাম আজ
আকাশ জুড়ে হাজার রকম
রঙিন ঘুড়ির সাজ।
খোকার হাতে নীল ঘুড়িটা
খুকির হাতে লাল
বাতাস পেয়ে উড়ছে ঘুড়ি
আজকে বেসামাল!
সাদা ঘুড়ি দাদার হাতে
নীলটা আছে মামার
ঘুরছে নাটাই উড়ছে ঘুড়ি
নামটি যে নেই থামার।
মাঠ পেরিয়ে বন পেরিয়ে
ছুটছে ঘুড়ি দূরে
ঘুড়ির সাথে স্বপ্ন খোকার
আকাশ পানে উড়ে।
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |