রাফিউজ্জামান রাফির চারটি কবিতা

>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2020, 04:45 AM
Updated : 3 Sept 2020, 05:14 AM

তোমার জন্য

তোমার জন্য পাখি আছে তোমার জন্য ফুল

তোমার জন্য ইতল বিতল তোমার জন্য কূল।

তোমার জন্য নানা রঙের নানা রকম পাখি

তোমার জন্য আম বরইয়ের আচার তুলে রাখি।

তোমার জন্য বারান্দাতে মাটির পুতুল ঘোড়া

তোমার জন্য রোদের আদর মিঞা ভাইয়ের মোড়া।

তোমার জন্য কাজল পুকুর থৈ থৈ তার জল

তোমার জন্য লাটিম, ঘুড়ি, মারবেল ও ফুটবল।

তোমার জন্য পাখির বাসা বন-বাদাড় ও মাঠ

তোমার জন্য মিঠাই, মন্ডা, শনিবারের হাট।

তোমার জন্য দাদুর গল্প, জোনাক জ্বলা রাত।

তোমার জন্য নদীর জলে রূপোর থালার চাঁদ।

তোমার জন্য আমার গ্রামের সবুজ ধানের ক্ষেত

তোমার জন্য বাঁশবনে, চাঁদ, তোমার জন্য বেত।

তোমার জন্য কালো গাইয়ের দুধ সাথে ভাত কলা

তোমার জন্য তেঁতুল, শাকুন বিছিয়েছে গাছ তলা।

তোমার জন্য সবই আছে আমার গ্রামে আসো

বুকটা ভরে নিশ্বাস নিয়ে সবুজ মেখে ভাসো।

বোয়াল মাছের বিয়ে

বোয়াল মাছের বিয়ে বলে গোঁফ দাড়ি সব কেটে

নাকের ওপর রুমাল গুজে বর সেজে যায় হেঁটে

তার বিয়েতে চিয়ার লিডার নদীর বেতল মাছ

রঙিন শাড়ি গায় দিয়েছে নাচবে ভীষণ নাচ

ঢাক বাজাবে ট্যাংরা টাকি পুঁটির হাতে সানাই

ঢোল বাজাবে ট্যাপা এবং গাইবে পান্থ কানাই

ব্যান্ড পার্টিতে পাবদা চিতল ইতল বিতল সুরে

বাজিয়ে যাবে বৌ আনতে পদ্মা মেঘনা ঘুরে

বোয়াল মাছের বিয়েতে দাওয়াত পায়নি শোল

রাগ করে তাই বসে আছে গাল ফুলিয়ে ঢোল।

দুষ্টু আকাশ

এমন করে আমার পানে তাকাস কেন আকাশ

বৃষ্টি চেয়ে চিঠি দিলে পিঠ-পোড়া রোদ পাঠাস!

রোদ যদি চাই ছায়া পাঠাস সাথে মেঘের ঝুড়ি

তোর সাথে নেই কোনো কথা তোর সাথে আজ আড়ি!

জ্যোৎস্না চাইলে অন্ধকারে দিস চারিপাশ ঢেকে

ইচ্ছে করে কালো রংটা তোর মুখে দেই মেখে!

অদ্ভুত আছে স্বভাবটা তোর রংধনু চাই বিজলি পাঠাস

বুঝি না তুই আমার সাথে এমন করে কি মজা পাস!

তোর সাথে তো হয়নি আমার ঝগড়া ঝাটি কভু

আমার সাথে কেন করিস এমনটা বল তবু?

না কিরে তুই লোকই এমন, এমনই কারসাজি

আমার মতো তুইও কি খুব দুষ্টু এবং পাজি!

শৈশবেরই মায়ায়

চোখ বুজলেই চোখের সামনে চৌদ্দ খাদা নদী

দুই ধারে তার বিছিয়ে রাখা সবুজ ঘাসের গদি।

ভাবতে গেলেই ভাবনা জুড়ে উদয় তারার মট

দুধ বাজারে দাঁড়িয়ে থাকা বুড়ো বকুল বট।

একটু শুলেই ঘুমের মধ্যে ঘুনি পাড়ার মেলা

সাজ বাতাসা বিন্নি খই হরেক রকম খেলা।

ফাঁক মিললেই মনের ভিতর তেরোসরির বাইচ

ভাদ্র মাসের তেরো তারিখ রঙিন টিভি প্রাইজ।

অবসরের উদোর জুড়ে কাচি চরের ক্ষেত

স্কুল ঘর, পড়া না পারা, তারা স্যারের বেত।

সুযোগ পেলেই দুপুর জুড়ে শনিবারের হাট

মিঞা ভাইয়ের কাঁধে চড়ে পেরিয়ে পথ ও ঘাট।

বিকেল হলেই মেঘের তলে আকাশ ভরা ঘুড়ি।

দাদার সাথে সুতো ভরা নাটাই হাতে ঘুরি।

একা হলেই মন একাকার নতুন পানির ঘ্রাণে

হালুট দিয়ে স্রোতের মাতম খুশির জোয়ার প্রাণে!

মনটা আজও পড়ে আছে শৈশবেরই মায়ায়

সকাল বিকেল কান পেতে রই কেউ ডাকে আয় আয়।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!