বাংলাদেশের বুকে মুজিবেরই ছবি আঁকা
মুবিন বিন হাসান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2020 01:34 PM BdST Updated: 15 Aug 2020 09:30 PM BdST
-
আঁকিয়ে: ফাইরুজ ফাইজা (স্পর্শ), বয়স ৯, তৃতীয় শ্রেণি, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম
বঙ্গবন্ধু, হে বঙ্গবন্ধু
কোথায় তোমার স্বাধীনতার ডাক?
কোথায় তোমার লক্ষ জনতার হাঁক?
৭১ সালের ৭ মার্চ তোমার ঐতিহাসিক ভাষণ
শুনেছিল বিবস্ত্র বাঙালির মন।
তোমার জন্য আজ স্বাধীন হয়েছি আমরা
আত্মসমর্পণ করেছে দানবেরা
তোমার ডাকে বাংলার মানুষ সাড়া দিয়েছে
তোমারই ভাষণে
রক্ত ঢেলে দিয়ে মানুষ দেশকে স্বাধীন করেছে।
৭১ সালের ২৬ মার্চ তোমার আহ্বানে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল
তোমার অনুপ্রেরণায় ভারতও এযুদ্ধে সাহায্য করেছিল
তোমার জন্যই আমরা ফিরে পেয়েছি
আমাদের বাংলাদেশ
আমাদের জাতীয় পতাকা
আমাদের স্বাধীনতা।
আজও বাংলাদেশের বুকে তোমারই ছবি আঁকা।
তুমি যখন হয়েছিলে কারাবরণ
তখন বাংলাদেশের মানুষ করেছে তোমাকে স্মরণ
তুমি যদি আজ দেখতে পেতে তোমার সোনার বাংলাদেশ
তবে সার্থক হতো তোমার স্বপ্ন
জানি, তুমি তোমার স্বদেশকে আরও আগলে রাখতে
যারা এ দেশের জন্য করেছে যুদ্ধ তারাই এদেশের রত্ন।
আজ ১৫ অগাস্ট তোমার মৃত্যু দিবস
তবুও তুমি রেখে গেছো তোমার যশ
বাংলাদেশের মানুষ পিছিয়ে গিয়েছিলো তোমার মরণে
তুমি আজীবন থাকবে আমাদের স্মরণে।
লেখক পরিচিতি: শিক্ষার্থী, পঞ্চম শ্রেণি, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
সর্বাধিক পঠিত
- তোমার নামের অর্থ কী?
- পিঁপড়া ও ডায়নোসরের গল্প
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- চারটি মজার গল্প
- পথশিশুদের নিয়ে অভিনব ‘পথের ইশকুল’
- অংক, সংখ্যা আর গণিতের খেলা
- উড়ুক্কু সাপ ও পিরামিড রহস্য: শেষ কিস্তি
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- বঙ্গবন্ধুর বাংলা জন্ম তারিখ কি আমরা জানি!