ভিজলো গাছের পাতা, নিলাম হাতে ছাতা

মঈনুল হক চৌধুরীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2020, 04:44 PM
Updated : 18 July 2020, 04:44 PM

বৃষ্টি নদীর কূলে

বৃষ্টি পড়ে টাপুর টুপুর

বৃষ্টি পড়ে টুপ,

বৃষ্টি ঝরে রিমঝিমিয়ে

ঝুপুর ঝুপুর ঝুপ।

পালতোলা নাও বয়ে চলে

নদীর কূলে কূলে,

বৃষ্টি আনে ঝাপটা বাতাস

খোকার এলোচুলে।

কদম-কেয়া সুবাস ছড়ায়

বাড়ির বাগানজুড়ে,

প্রজাপতি পাখনা মেলে

যায় যে উড়ে উড়ে।

পুকুরপাড়ে শাপলা-শালুক

দেয় ছড়িয়ে হাসি,

খোকনসোনার দু’চোখজুড়ে

স্বপ্ন রাশি রাশি।

রিমঝিম

বৃষ্টি ঝরে টাপুর টুপুর

রিম্ ঝিম্ ঝিম্,

বইছে হাওয়া বাইরে কেমন

হিম্ হিম্ হিম।

আকাশপাড়ে মেঘ ছুটে যায়

কোন সে দূরে,

মেঘের সাথে মনটা হারায়

অচিনপুরে।

ঝড়ো হাওয়া দোল দিয়ে যায়

গাছের পাতায়,

রঙ-বেরঙের ছবি আঁকি

পড়ার খাতায়।

কদম-কেয়ার গন্ধ ভাসে

বাতাস জুড়ে,

মনটা তখন মন থাকে না

হারায় দূরে।

টাপুর টুপুর বৃষ্টি ঝরে

দিনে ও রাতে,

বৃষ্টি হাওয়া সাথী যে হয়

আমার সাথে।

মিষ্টি দুপুর

টাপুর টুপুর মিষ্টি দুপুর

ভিজলো গাছের পাতা,

বাইরে যাবো ফুচকা খাবো

নিলাম হাতে ছাতা।

ডাকছে দেয়া দুলছে খেয়া

আসলো মনে ভয়,

আকাশ কালো নেইতো আলো

কি জানি কী হয়!

হঠাৎ করে বৃষ্টি ঝরে

বইলো শীতল হাওয়া,

বাইরে যাবো ফুচকা খাবো

আর হলো না যাওয়া।

বৃষ্টি শেষে মিষ্টি হেসে

আকাশ হল নীল,

ফুলের গন্ধে কী আনন্দে

মন হলো ঝিলমিল।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!