ব্যাঙের ছানা ট্যাং

মীম নোশিন নাওয়াল খানবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2020, 01:49 PM
Updated : 4 July 2020, 01:49 PM

চাটুজ্জেদের শাপলা বিলে এক যে আছে ব্যাঙ,

তার আছে এক ছোট্ট মেয়ে, নামটা মেয়ের ট্যাং।

ট্যাংটা নাকি দুষ্টু ভীষণ, লাফিয়ে বেড়ায় জলে,

শালুক পাতার আড়াল নিয়ে লুকোয় পানির তলে।

দস্যি মেয়ে ট্যাং শোনে না মায়ের কথা মোটে,

স্কুল যায় না, ট্যাংটা শুধুই এ-বিল ও-বিল ছোটে।

একদিন ট্যাং ডাঙা থেকে লাফ দেবে যেই বিলে,

কোত্থেকে এক সাপ এসে গপ- ফেলল তাকে গিলে।

সবাই বলে, মায়ের কথা না শোনাতেই শেষে,

ট্যাংটা গেল হারিয়ে ঐ না ফেরাদের দেশে।

ট্যাঙের কথা ব্যাঙ্গাচিদের ব্যাঙরা আজও বলে,

শুনতে পাবে- কান পাতলে শাপলা বিলের জলে।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!