সুন্দরবনের লোককাহিনি নিয়ে বই ‘মধু শিকারি’
কিডস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2020 05:54 PM BdST Updated: 18 Jun 2020 09:18 PM BdST
-
‘মধু শিকারি’ বইয়ের প্রচ্ছদ
-
‘মধু শিকারি’ বইয়ের ভেতরের একটি অলঙ্করণ
-
‘মধু শিকারি’ বইয়ের ভেতরের একটি অলঙ্করণ
বই: মধু শিকারি, বইয়ের ধরণ: অনুবাদ গল্প, মূল লেখক: কার্তিকা নায়ার, অলঙ্করণ: জোয়েল জোলিভেট, অনুবাদক: শামীম আজাদ, প্রকাশনী: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল), সংস্করণ: ১ম প্রকাশ ২০১৫, পৃষ্ঠাসংখ্যা: ৫২, মূল্য: ৭০০ টাকা।
গল্পটা সেই জোয়ার-ভাটার দেশের, যেখানে তিনটি নদী এসে মিশেছে। বঙ্গোপসাগরের কাছে ম্যানগ্রোভ বনের গভীরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মৌমাছি বাস করতো।

‘মধু শিকারি’ বইয়ের ভেতরের একটি অলঙ্করণ
বনের সব জীবজন্ত ও পাখি এই মধু ভালোবাসতো। গ্রামের সবাই মধু ভালোবাসতো, কিন্তু সবার চেয়ে বেশি মধু ভালবাসতো যে ছেলেটি, তার মাথায় খাড়া খাড়া চুল, আর তার নাম শনু।
একবার সুন্দরবনে ভীষণ সাইক্লোন হয়, ঝড়ে তছনছ হয়ে যায় সব। ঝড় শেষে দেখা দেয় খরা ও দুর্ভিক্ষ। একদিন ক্ষুধার তাড়নায় শনু মৌওয়ালিদের জন্য জরুরি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বনে প্রবেশ করলো। সে কী খুঁজে পাবে সেই মধু যাকে সে এত্ত ভালোবাসে? নাকি ওই তিনি যার নাম মুখে নেওয়া বারণ, সেই প্রচণ্ড শক্তিশালী ভয়ঙ্কর দানবরূপী বাঘের কবলে পড়বে!
আসলে শনুর এতই খিদে পায় যে, সময় হওয়ার আগেই বন থেকে মধু এনে খেয়ে ফেলে সে। মৌসুম না এলেও মৌচাক থেকে মধু সংগ্রহ করা কত বড় বিপদ বয়ে আনতে পারে তা সে বুঝতে পারেনি। সুন্দরবনের দেবী বনবিবি ও দানব দক্ষিণ রায় খুব ক্ষেপে যায়। তারা শনুকে শাস্তি দেয়।

‘মধু শিকারি’ বইয়ের ভেতরের একটি অলঙ্করণ
কবি ও কথাসাহিত্যিক শামীম আজাদের অনুবাদে এ বইটি বাংলা ভাষাতেও পেয়েছে প্রাঞ্জলতা। এ কাহিনি ছোটদের প্রকৃতিকে বুঝতে ও সম্মান করতে শেখাবে। প্রকৃতিকে তার কাজে বাধা দিলে কী অঘটন ঘটতে পারে তারই প্রকাশ ঘটেছে এ গল্পে।
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |