গদাধর সরকারের রাখালিয়া ছড়া

গদাধর সরকারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2020, 10:09 AM
Updated : 21 May 2020, 10:09 AM

যেই এঁকেছি

যেই এঁকেছি আয় লেখা পুর, সাতটি মাটির বাড়ি

অমনি রাখাল বাজায় বাঁশি পথ ভোলাতে পারি।

যেই এঁকেছি ধানের গোলা, বুলবুলি, বক, ফিঙে

অমনি রঙিন একতারা ফুল বসলো গরুর শিঙে।

যেই এঁকেছি পাহাড় চূড়ো আকুম বাকুম ঘুড়ি

অমনি পাগল বাউল বাতাস মন করে নেয় চুরি।

যেই এঁকেছি দেবদারু মন মেষ পালকের স্মৃতি

অমনি আকাশ দেয় সাজিয়ে মেঘ বালিকার চিঠি।

যেই এঁকেছি পাতার সাঁকো, যেই এঁকেছি তোকে

অমনি বুকে চার মুঠো আর পাঁচ মুঠো রোদ ঢোকে।

সাঁকো

নদী গোনে ঝিকিমিকি তারা, খেলা করে দুধশালি পুঁটি।

ছেলেবেলা পুরে যারা থাকে, তারা বলে সারাবেলা ছুটি।

দুপারে কাশের বন ছুঁয়ে, কাকতাড়ু নেড়ে বলে মাথা

ধরোনা কলম কবি আজ,  খুঁজে আনো কবিতার খাতা।

আমি কি থাকতে পারি চুপ? হৃদয়টি ওঠে ফের দুলে!

আমিও গানের পাখি হই, তোমাদের মনগুলি ছুঁলে।

একা একা নদী কথা বলে, নীরবতা হাসে একা ভোরে।

এইসব খেলাগুলি আমি, রেখেছি আমার মনে ধরে।

তোমরাতো ভালো খুব জানি, তোমরাতো কত খুশি আঁকো।

এপারের সুখগুলি মেখে, পার হও ঝুমঝুমি সাঁকো।

এপারের প্রজাপতি গান, ওপারের চাঁদ হয়ে নাচে।

হীরে ফুল হাততালি দেয়, ফোটে দেশ রূপকথা গাছে।

অপরূপ এই সব খুশি, অভিলাষী ডানা দুটি মেলে

কবিতার মত ওড়ে বুকে,  বাঁশি নাও ও রাখাল ছেলে!

তোমার মতো বন্ধু পেলে

তোমার মতো বন্ধু পেলে ভুবন পুরের জোনাকি গাছ

রামধনু ভোর লাগিয়ে মনে ফুল ফোটানোর শেখাতো নাচ।

তোমার মতো বন্ধু পেলে

তোমার মতো বন্ধু পেলে কাটুম কুটুম রূপকথা সই

বলতো এসে, সবাই এসো আমরা জরির জলছবি হই।

তোমার মতো বন্ধু পেলে

তোমার মতো বন্ধু পেলে হারিয়ে যাওয়া উদাসি ভোর

কুড়িয়ে আলো আবার মনে বলতো আমি খুব চেনা তোর।

তোমার মতো বন্ধু পেলে

তোমার মতো বন্ধু পেলে উদাস পুরের সব কচি ঘাস

বলতো জাগো, জাগো আবার রাতের শিশির, যুঁই, বেলি মাস।

তোমার মতো বন্ধু পেলে

এই মুঠোতে

এই মুঠোতে অবাধ খুশি চাঁদনি মনের আলো

এই মুঠোতে তোমরা সবাই গানের মতো ভালো।

এই মুঠোতে টুনটুনি, বক, ঢেউ মোড়া ধান পাখি

এই মুঠোতে ডুগডুগি মন একলা জেগে থাকি।

এই মুঠোতে শাপলা পুরের রাখাল বাজায় বাঁশি

এই মুঠোতে মোহর ছড়ায় কুরচি ফুলের হাসি।

এই মুঠোতে বাজনা গাঁয়ের শিউলি বাতাস ওড়ে

এই মুঠোতে ঝালকাঠি ভোর ছুটছে ঘোড়ায় চড়ে।

এই মুঠোতে কাঠবেলি, যুঁই, শিউলি, টগর ফোটে

এই মুঠোতে আকাশ পুরের কু ঝিকঝিক ছোটে।

এই মুঠোতে কেবল নাচে ঝিমলি রাতের তারা

এই মুঠোতে মেঘনা, ঘাঘট, রূপসা নদীর  ধারা।

এই মুঠোতে মায়ের আদর, খোকন কোথায় যাবি

এই মুঠোতে জলছবি ঘাস, পালকি পুরের চাবি।

এই মুঠোতে চাঁদের পাহাড়, ক্ষীরের পুতুল খেলা

এই মুঠোতে হাতছানি দেয় সেই যে কিশোরবেলা।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা  kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!