চিরায়ত বাংলার গ্রীষ্মের ছড়া

আলাউদ্দিন হোসেনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2020, 05:40 AM
Updated : 18 May 2020, 05:47 AM

গ্রীষ্ম এলে

আম পাকে জাম পাকে

পাকে সোনা ধান

সোনা ধানে মধুর ঘ্রাণ

কৃষক জুড়ায় প্রাণ।

কাঁঠাল পাকে লিচু পাকে

পাকে নানা ফল

বাঙ্গি পেকে ফাটল ধরে

তরমুজেতে জল।

গাছ জুড়ে জামরুল

পেকে হয় সাদা

আনারস ভারি হয়ে

ছুঁয়ে যায় কাদা।

       ফলের ঋতু             

গ্রীষ্মকালে বাংলায় আসে

আমের সাথে জাম

ধানের গন্ধে মাঠ প্রান্তর

কৃষক ঝরায় ঘাম।

বাঙ্গি আসে লিচু আসে

তরমুজেতে জল

জাতীয় ফল কাঁঠাল আসে

আসে নানা ফল।

আনারসের মিষ্টি রসে

জুড়ায় দেহ প্রাণ

চারদিকে ছড়িয়ে পড়ে

মিষ্টি আমের ঘ্রাণ।

সোনালী ধান

গ্রীষ্ম এলে মাঠে চলে

সোনা ধানের খেলা

সোনা ঘ্রাণে দিকদিগন্তে

ওড়ে রঙিন ভেলা।

গ্রীষ্ম এলে গোলা ভরে

সোনা রঙের ধান

কৃষাণ কৃষাণী আত্মহারা

নব খুশির বান।

গ্রীষ্ম এলে কৃষক হাসে

কণ্ঠে নতুন সুর

সোনা ধানের মধুর ঘ্রাণ

ছড়ায় বহুদূর।

লেখক: শিক্ষার্থী, সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা  kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!