সুমাইয়া বরকতউল্লাহর ছড়া বিতান

সুমাইয়া বরকতউল্লাহ্বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2020, 04:19 AM
Updated : 9 May 2020, 04:19 AM

দুষ্টু ছড়া

ছড়া আমার দুষ্টু ভীষণ খামচি দিবে

মুখ বাড়িয়ে সামনে গেলে ঘুসি দিবে।

ছড়ার সামনে বুক ফুলিয়ে করলে বড়াই

যায় না বলা ধুমধুমাধুম বাধবে লড়াই।

লড়াই করে ছড়ার সাথে পারবা না

ভাবো যদি কী আর এমন হারবা না

আমার সাথে বাড়াবাড়ি করলে পরে

খামচি কিলে কামড়ে দেবে ঘাড়ে ধরে।

তখন যদি ভ্যাঁ ভ্যাঁ করে আমায় ডাকো

একটি বারও মুখ ফিরিয়ে চাইব নাকো।

তখন?

সাপ ও ব্যাঙ

ঘরের কোণে শুনতে পেলাম

ঘ্যঙর ঘ্যঙর ঘ্যঙ

চুপিসারে দেখছি আহা

সাপ ধরেছে ব্যাঙ।

ব্যাঙ বলছে ছেড়েই দেখ্

ক্যামনে খাই তোরে

তোর মতো এমন সাপ

খাই আমি ভোরে।

এসব শুনে রাগে আগুন

ধমক দিল সাপে

ব্যাঙটা তখন পালিয়ে গেলো

গোটা তিনেক লাফে।

রেগে গেলেই হেরে যাবে

এই ছিল না জানা

মিষ্টি কথায় ভুলে সাপে

হারায় ষোলো আনা।

ব্যাপারখানা একটুও নয় মিছে

যেই দেখেছি ভূতটা আমার

আসছে পিছে পিছে

ভয় পাইনি মোটেও আমি

দৌড় দিয়েছি খিচে। 

কাঁপন আমার দেখে সবাই

করছিল হই চই

আমার ভয়ে ভূতটা আহা

পালিয়ে গেল কই!

কথায় ভরা দেশ

ছেলে মেয়ে নেই ভেদাভেদ

মোবাইল হাতে হাতে

বলছে কথা হেঁটে শুয়ে

দিনে এবং রাতে।

বলছে কথা মিনমিনিয়ে

কেউবা বলে রেগে

কেউবা বলে মুখটি ঢেকে

গভীর রাতে জেগে।

এত্ত কথা মোবাইল ফোনে

হয় না কথার শেষ

কথার কথা বলছে লোকে

কথায় ভরা দেশ।

এই লেখকের আরও লেখা

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা  kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!