কোভিভ-১৯: সচেতনতা পুঁজি মোদের সবার বাঁচার আশা

>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2020, 05:11 AM
Updated : 6 May 2020, 07:23 AM

করোনাভাইরাস

ফারজানা জান্নাত ঐশী

ভাইরাস এসে মানবজাতিকে করে দিল পরাধীন
কে তুমি শত্রু? আমি হলাম কোভিড নাইনটিন।
বহুদিন পর নতুন রূপে পৃথিবীর একি সাজ
কর্মরত মানুষগুলো সব হারিয়ে ফেলেছে কাজ।
এতকাল ধরে কত রোগব্যাধি হিংস্র রূপে এলো
কখনো কি তার প্রভাবে ঘরেতে আটকে ছিল?
বিকেলবেলা মাঠগুলো সব ভরে যেত কোলাহলে
সেই মাঠেরই কোনো এক শিশু করোনার কবলে।
হারিয়ে গেছে কত মানুষ হিসাব করা জটিল
করোনা তোমার অপর নাম শত মৃত্যু মিছিল।
বাঁচতে যদি চাও তবে থাকতে হবে ঘরে
প্রভুকে যে ডাকতে হবে পরম শ্রদ্ধা ভরে।
করোনা তুমি শক্তিশালী কঠোর যতই হও
সচেতনতার কাছে যে তুমি কিছুই নও।
জানে না কেউ এই বিপদ দূর হবে সেই কবে,
হে মানবজাতি এখনো কি তুমি ঘর থেকে বের হবে?
করোনা প্রতিরোধ হবে যদি হই সচেতন
আমরা সচেতন হলেই হবে করোনার পতন।

লেখক পরিচিতি: শিক্ষার্থী, অষ্টম শ্রেণি, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

করোনাভাইরাস

মারইয়াম হক

করোনা করোনা করোনা

আর ভালো লাগে না

করোনা করোনা করোনা

ভাইরাসটা ভালো না

করোনা করোনা করোনা

স্কুলে যাওয়া হলো না

করোনা করোনা করোনা

কবে শেষ হবে জানি না

করোনা করোনা করোনা

তবে বেড়াতে যাওয়া হবে না?

লেখক পরিচিতি: শিক্ষার্থী, দ্বিতীয় শ্রেণি, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়

করোনাভাইরাস

শেখ নাসির উদ্দিন

দেশটা কেমন বন্দি হয়ে গেল খাঁচায়

করোনা থেকে আমাদের কে বাঁচায়!

শহর ছেড়ে ছুটছে মানুষ গ্রামে

এতে ছড়াতে পারে করোনা সেটা কি তারা জানে!

সরকার বলছে ঘরে থাকো একা

মানুষ ছুটছে শ্বশুরবাড়ি করতে আজ দেখা।

শিক্ষিত হয়েছি মোরা হইনি তো মানুষ

বিপদ আপদ এলে পরে উড়াই গুজব ফানুস।

সাহসী বীর মোরা বন্দি করে কে রাখে

মরছে তাতে শত মানুষ করোনাকে কে রুখে!

সচেতনতা পুঁজি মোদের সবার বাঁচার আশা

দূরত্ব বজায় রাখি হোক বাবা কিংবা চাচা।

সবাই হলে সচেতন করোনা থাকবে কতক্ষণ!

লেখক পরিচিতি: শিক্ষার্থী, সাবদার আলী কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা  kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!