কোভিড-১৯: পিতার অপেক্ষায় পুত্রের কবিতা

শাওন ইসলাম রকিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 May 2020, 06:07 AM
Updated : 2 May 2020, 06:12 AM

আসবে বাবা কখন বাড়ি

আমার বাবা গেছেন যুদ্ধে

করোনাভাইরাসের বিরুদ্ধে।

জীবনকে যে রেখে বাজি

সাহায্য সে করতে রাজি।

আসবে কখন প্রশ্ন দোলে

করোনা নামক বিপদ গেলে?

নিরন্তর আজ মনের কথা

বুঝবে কি আমার ব্যথা।

অন্ধকারে আলোর রেখা

কখন পাবো তোমার দেখা।

হারিয়ে গেছে মনের ভাষা

চোখেতে যে আবছা আশা।

হঠাৎ করে জানতে পারি

আজকে তুমি আসছো বাড়ি।

চরম কঠিন উত্তেজনায়

লুকিয়ে আছি ঘরের কোণায়।

বাড়ছে ক্রমেই মনের ডানা

উড়তে যে আজ নেইকো মানা।

আসলে তুমি সন্ধ্যা-সাঁঝে

রংধনু আজ হৃদয় মাঝে।

হারিয়ে যাবো নীল পাহাড়ে

রঙিন ফুলের রঙ বাহারে।

চলছে মনে রঙের খেলা

বলছো তুমি ফুরলো বেলা।

রওনা হলে গাঙের পথে

নিলে না তুমি আমায় সাথে।

হঠাৎ করে নিদ্রা ভাঙে

ছিলাম আমি স্বপ্ন গাঙে।

তুমি ছিলে না ছিল না কেউ

থামলো না আজ মনের ঢেউ।

আসবে বাবা কবে বাড়ি

কিনে দেবে খেলনা-গাড়ি।

ফুরিয়ে এলো নিদ্রা বেলা

স্বপ্ন গেল আঁধার মেলা!

লেখক পরিচিতি: শিক্ষার্থী, একাদশ শ্রেণি, বিজ্ঞান বিভাগ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা  kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!