হৃদি মৃন্ময়ীর ক্যানভাসে অ্যাক্রেলিক

বন্ধুরা, তোমাদের জন্য ছবি এঁকেছে হৃদি মৃন্ময়ী, বয়স ১১। মৃন্ময়ী পড়ে নালন্দা মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে। ছবিগুলো অ্যাক্রেলিক মাধ্যমে আঁকা। ছবি কৃতজ্ঞতা শিল্পী আমিনুল হাসান লিটু ও ‘মন ভেসে যায় কোন সুদূর’।

কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 April 2020, 03:15 PM
Updated : 28 April 2020, 03:15 PM
একটি মেয়ে দোলনায় দোল খাচ্ছে, আরেকটি মেয়ে প্রজাপতি ও পোকার সঙ্গে খেলছে।
বৃষ্টির পর একটি মেয়ে নৌকা ভাসাচ্ছে। একটি গাছ ছাতার নীচে পড়ে ছিলো, তা দেখে আরেকটি মেয়ে গাছটিকে পানি দিচ্ছে।
লাল গাড়িটা নিয়ে বেড়াতে গেছি মাঠে। সেখানে কালো কাকগুলো সবুজ টিয়ে পাখিকে বিরক্ত করছে এবং সে কাকগুলোকে বকা দিচ্ছে।
দুই বন্ধু ঘুরতে বেড়িয়েছি। গাছে গাছে কিচিরমিচির করছে হলদে পাখি।
রঙিন পাতার গাছ
বাংলাদেশের পতাকা হাতে লাল সবুজ জামা পড়ে আনন্দে মেতেছে এরা। ওপরে নীল আকাশ, সাদা সাদা মেঘ আর পায়ের নিচে গাঢ় সবুজ ঘাস।
লাল সবুজ পতাকা ও অস্ত্র হাতে যুদ্ধফেরত মুক্তিযোদ্ধা
রঙের স্রোত
আমি হৃদি মৃন্ময়ী
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!