তুবা মায়ের প্রথম রান্না, জোলাপাতি দিন
ফারুক সুমন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Mar 2020 11:59 PM BdST Updated: 31 Mar 2020 11:59 PM BdST
-
রান্না শেষে খাবার পাতে তুলে দিচ্ছে তুবা
-
-
-
-
বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কে গৃহবন্দি মানুষ। বড়রা যদিও বই পড়ে কিংবা ভার্চুয়াল ভুবনে ব্যস্ত সময় কাটাতে পারেন, কিন্তু শিশুরা? কার্টুন দেখে দেখে আর যেন সময় কাটতে চাইছে না তাদের।
উৎসুক হয়ে তারা ইতিউতি খুঁজে ফেরে নতুন কোনো খেলা। কিন্তু কোথায় পাবে সে? এই যন্ত্রসভ্যতা কিংবা ঝলমলে আধুনিতার চাপে তার ফ্ল্যাটবন্দি জীবন। ক্রমশ হারিয়ে যেতে বসেছে গ্রামীণ ঐতিহ্যময় ধুলিবালি দিন।


বেলা পড়ে সন্ধ্যা হলো। তবুও রান্নাবাড়ার কাজ যেন আর ফুরোয় না। রান্না শেষে দেওয়া হয় পুতুলের বিয়ে। পুতুলকে বিদায় দিয়ে বড়দের অনুকরণে হাউমাউ কান্না। তারপর দেয় একে অপরকে সান্ত্বনা। আহা, কোথায় হারিয়ে গেল অনাবিল সেইসব ধুলিমাখা দিন!


কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |
ট্যাগ :
সাম্প্রতিক খবর
সর্বাধিক পঠিত
- গল্প শোন বাঘের
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- শিশুর হঠাৎ জ্বর, ওমিক্রন হলেও দুশ্চিন্তা নেই
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- টিকটিকির টিক্ টিক্
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- শিশু খেতে চায় না, সত্যিই কি এটা কোন রোগ
- মানুষের মাংস পিঁপড়ার পছন্দ
- চারটি মজার গল্প
- শিশুর দেরিতে কথা বলা, কারণ ও করণীয়