ফারজানা জান্নাত ঐশীর কবিতা: কাগজের নৌকা

ফারজানা জান্নাত ঐশীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 09:17 AM
Updated : 24 March 2020, 09:17 AM

মনে পড়ে সেই দিনগুলো

হারানো ঘুড়ির কোণে

দিনগুলো সব কেটেছিল

ফুটবলেরই বনে।

ডানা মেলে উড়িয়ে দিতাম

রঙিন রাঙা ঘুড়ি

একবার যদি পেতাম ফিরে

ফুচকা ঝালমুড়ি।

বাবুই ছিল বন্ধু সবার

কড়ই গাছের ফাঁকে

আজও কি বিকেলবেলা

খেলবি বলে ডাকে।

সঙ্গী ছিল গুলি গুলতি

সবার হাতে হাতে

বর্ষাকালে লুটোপুটি

আতপচালের ভাতে।

কাগজের নৌকা ভাসিয়ে দিতাম

তালপুকুরের জলে

মৌমাছিরা ছিলো সাথে

খেলার ছন্দ ছলে।

হারিয়ে গেছে রঙিন পাখি

রঙিন কাটা ঘুড়ি

গল্প হয়ে বেচে আছে

চাঁদের তাতি বুড়ি।

সুপারম্যান আর ফুলপরীরা

হারিয়ে গেছে কবে

দিনগুলো যদি পেতাম ফিরে

কেমন হতো তবে!

লেখক পরিচিতি: বয়স ১২, অষ্টম শ্রেণি, কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ফারজানা জান্নাত ঐশী

 
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!