ছোট্টবেলার গাঙের ঢেউয়ে

তাহানাজ আরোহীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2020, 09:50 AM
Updated : 8 March 2020, 09:50 AM

ছুটেছে খোকন দুপুর বেলা

গাঙে এসেছে পানির মেলা।

আজ খোকনের আনন্দের দিন

নাচছে খোকন তাধিন-তাধিন।

যাসনে খোকন ওই পানি

ঘটবে যে তোর অসুখ হানি।

ধুত্তুরি তোর কথার মানি

বাড়িতে রাখবি তাই জানি।

শুনবো না তোর কোনো কথে

ছুটবো যে আজ গাঙের পথে।

গাঙ হয়েছে সঙ্গী মোরে

দুপুরবেলা স্নানের তরে।

এদিক সেদিক তাকিয়ে ওই

বন্ধুরা সব গেল কই?

নতুন পানির দারুণ পাওয়া

সব ছুটেছে পাগলা হাওয়া।

খোকন যেতে দেরি কি

পাইবে কি আর সঙ্গী ফিরি?

নতুন পানিতে পানার ছাপ

মানা তো নেই দিতে লাফ।

রইল খেলা রইল মেলা

দিন ফুরালো ছোট্টবেলা!

তাহানাজ আরোহী

লেখক পরিচিতি: তাহানাজ আরোহী, বয়স ১২, ষষ্ঠ শ্রেণি, চরকুড়ুলিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বাঁশেরবাদা, ঈশ্বরদী, পাবনা

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!