মেলায় লুৎফুর রহমানের বই ‘খোকা যখন জাতির পিতা’
জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Feb 2020 01:36 PM BdST Updated: 27 Feb 2020 01:36 PM BdST
বইমেলায় প্রকাশিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক ও ছড়াকার লুৎফুর রহমানের বই ‘খোকা যখন জাতির পিতা’।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে সামনে রেখে এ শিশুতোষ ছড়ার বইটি প্রকাশ করেছে ‘উৎস প্রকাশন, অলংকরণ: তিশা সেন, মূল্য: ১০০ টাকা।
বইটির লেখক প্রবাসে কর্মজীবনের পাশাপাশি সাংবাদিকতা করেন, ছড়া লিখেন। তার সমকালিন ছড়া, প্রেমের ছড়া, শিশুতোষ ছড়া, দেশ, ভাষা ও মুক্তিযুদ্ধের ছড়া ছড়াপ্রেমীদের দৃষ্টি কেড়েছে।
লুৎফুর রহমান ২০০৯ সাল থেকে জীবিকার তাগিদে আরব আমিরাত প্রবাসী। মুক্তিযুদ্ধের গণহত্যার উপর তার লেখা ধারাবাহিক সিরিজ ছড়ার বইয়ের জন্য ২০১৫ সালে পান 'শহীদ বুদ্ধিজীবি পদক'।
তার প্রকাশিত আরও কিছু বই হলো- ‘লাল সবুজের ছড়া, বিয়ানীবাজারে গড়া’, ‘সুরমা ফারর ছড়া’, ‘আমিরাতের পথে-ঘাটে’, ‘বর্ণমালার ছড়া’ ও ‘লাল সুবজের ছড়া’ ইত্যাদি।
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |