মাকে হারিয়ে ফেলা দুই বেড়ালছানার গল্পের বই

মেলায় এসেছে মনিরা মিতার গল্পের বই ‘হাত তুলতুল পা তুলতুল’। মাকে হারিয়ে ফেলা দুটো বেড়ালছানা তুলি ও ফুলির গল্প এটি।

কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 07:26 PM
Updated : 23 Feb 2020, 07:54 PM

‘বেড়াল মা’কে হারিয়ে তারা পেয়ে যায় এক ‘মানুষ মা’। মানুষ মা ওদের প্রতিদিন আদর করে খাওয়াতো, কোলে করে আদর করতো আর মজার মজার গল্প ও ছড়া শোনাতো। তারপর একদিন সেই মানুষ মাকেও হারিয়ে ফেলে তারা। অসহায় হয়ে পথে ঘুরতে ঘুরতে আলাদা হয়ে যায় তুলি ও ফুলি। এভাবেই গল্পটা এগিয়ে যায় শেষ পর্যন্ত।

পাতায় পাতায় রঙিন অলঙ্করণে ভরপুর বইটি প্রকাশ করেছে ‘সাতভাই চম্পা’। মূল্য ১০০ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে ৭৯১-৯২ নম্বর স্টলে। এছাড়া খুলনার বন্ধুরা খুলনা বইমেলায় ‘আশালতা প্রকাশনী’র ৯৩ নম্বর স্টল থেকেও বইটি সংগ্রহ করতে পারবে।

লেখক পরিচিতি: মনিরা মিতা পেশায় একজন স্কুলশিক্ষক। বড়দের জন্য কবিতা ও গল্প লেখার পাশাপাশি তিনি ছোটদের জন্য ছড়া ও গল্প লিখেন। প্রকাশিত বইয়ের সংখ্যা দুই।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!