মেলায় নিশাত সুলতানার নতুন দুটি বই

কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 08:54 AM
Updated : 19 Feb 2020, 08:54 AM

বই: ডিজিটাল দৈত্য ও রিমির আশ্চর্য পেনসিল বক্স, ধরন: গল্প, লেখক: নিশাত সুলতানা, প্রচ্ছদ: নিয়াজ চৌধুরি তুলি, প্রকাশক: প্রথমা প্রকাশন, স্টল: প্যাভিলিয়ন নম্বর- ২৫, মূল্য: ২০০ টাকা

দৈত্যরা নাকি আজকাল আর প্রদীপে থাকতে চায় না। প্রদীপের তেল চুপচুপে পরিবেশে ওদের হেয়ার স্টাইলের বারোটা বেজে যায়। তাই পেনসিল বক্সই পছন্দ ডিজিটাল দৈত্য মণিকচের। হাতে তার বিশাল মোবাইল ফোন, চোখে লাল সানগ্লাস আর মাথাভর্তি সোনালী চুল। মণিকচ রিমির বন্ধু হতে চায়। সে এসেছে রিমির ইচ্ছা পূরণ করতে। ডিজিটাল দৈত্যের নানা উদ্ভট কাণ্ডকারখানা আর মশার রাজ্যে অভিযানের কাহিনী নিয়ে এসেছেন নিশাত সুলতানা।

বই: লাল মোরগ ফিরে এলো, ধরন: গল্প, লেখক: নিশাত সুলতানা, প্রচ্ছদ: মামুন হোসাইন, প্রকাশক: পঙ্খিরাজ, স্টল: ৭৪৯-৭৫০, মূল্য: ১০০ টাকা

লাল টুকটুকে এক মোরগ। নাম তার মোগরাই। জঙ্গলের জীবন আর ভাল লাগে না মোগরাইয়ের। জঙ্গলে থেকে থেকে জীবনটা একেবারে পানসে হয়ে গেছে। একদিন হঠাৎ মোগরাইয়ের সঙ্গে দেখা হয় শহরের মোরগ স্যামের। খুব অল্প সময়েই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এরপর স্যামের হাত ধরে শহরে আসে মোগরাই, ঘটতে থাকে নানা ঘটনা।

এই লেখকের আরও বই

‘ঘোড়ার ডিম’ নিয়ে মেলায় নিশাত সুলতানা

গেছো ভূতের ক্রিকেট খেলা

লেখক পরিচিতি: নিশাত সুলতানা পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে। কাজ করেন একটি উন্নয়ন সংস্থায়। তার লেখা আরও কিছু বই- ‘নিপুর রঙিন একদিন’, ‘পুটুর বদলে যাওয়া’ ও ‘সবার বন্ধু পিকু’। শিশুসাহিত্যে অবদানের জন্য নিশাত সুলতানা পেয়েছেন ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৮ ও ২০১৯

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!