মেলায় মোজাম্মেল হক নিয়োগীর তিনটি বই

বই: নিশাত, লেখক: মোজাম্মেল হক নিয়োগী, প্রচ্ছদ: আইয়ুব, প্রকাশক: অনুপ্রাণন, মূল্য: ১৫০ টাকা

কিডস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2020, 05:04 AM
Updated : 7 Feb 2020, 05:04 AM

মাইল্ড অটিস্টিক শিশু নিশাতের জীবনালেখ্য মূলত এই উপন্যাসের প্রধান উপজীব্য। অটিজমের বিভিন্ন মাত্রা ও বৈশিষ্ট্য থাকলেও এই উপন্যাসে মূল চরিত্র নিশাতের চ্যালেঞ্জিং জীবনের নানা ঘাত-প্রতিঘাত, বাধা-বিপত্তি মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এবং সমাজের অন্যান্য শিশুর মতোই জীবন প্রতিষ্ঠিত করার অনুপ্রেরণামূলক উপন্যাস। একাকী নিঃসঙ্গ নিশাত ধীরে ধীরে নিজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে হয়ে ওঠে অন্যন্য প্রতিভাধর এক সংগীতশিল্পী। উপন্যাসের পরিণতিতে নিশাতকে সেভাবেই প্রতিষ্ঠিত করা হয়েছে।

বই: ভূতদের গল্প ভয় হয় অল্প, লেখক: মোজাম্মেল হক নিয়োগী, প্রচ্ছদ: আরিফুল ইসলাম, প্রকাশক: চিত্রা প্রকাশনী, মূল্য: ১৮০ টাকা

ছয়টি ভূতের গল্প নিয়ে বইটি সাজানো হয়েছে। প্রতিটি গল্পে রয়েছে আকর্ষণীয় অলংকরণ। গল্পগুলো শিশু-কিশোরদের আনন্দ দেবে বলে আমাদের বিশ্বাস।

বই: এলিয়েন ও ভূত, লেখক: মোজাম্মেল হক নিয়োগী, প্রচ্ছদ ও অলংকরণ: উজ্জ্বল মজুমদার, প্রকাশক: কালান্তর, মূল্য: ১৫০ টাকা

এই গল্পগুলোর একটি হলো ভূত ও এলিয়েনকে নিয়ে। সত্যিকার অর্থেই এলিয়েন ও ভূতের আগমনে একটি দারুণ গল্প হয়েছে। দুটি গল্প আছে ‘বিভ্রমকে ভূত মনে করা হয়েছে’ এবং আরেকটি গল্প ‘ভূত ও মানুষের গল্প’।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!