শীতের পিঠা ভারি মিঠা

শাহ্জাহান সিরাজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 08:51 AM
Updated : 27 Jan 2020, 08:51 AM

শীতের ছুটি

শীতের ছুটি পেলাম এবার

যাবো মামার বাড়ি

খেজুর রসের পায়েস খাবো

মজা হবে ভারি।

সর্ষে ক্ষেতে ঘুরতে যাবো

মৌমাছিদের মেলায়

মামার সঙ্গে হাটে যাবো

মিষ্টি বিকেলবেলায়।

মামা দেবে উলের জামা

পরবো মজা করে

নানুর মুখে শুনতে ছড়া

বায়না যাবো ধরে।

আমার মতো মামার বাড়ি

তোমরা কারা যাবে?

মামার বাড়ি ছুটি কাটাও

দারুণ মজা পাবে।

গ্রামের শীত

হিম কুয়াশায় ঢেকে থাকে

শীতে গ্রামের ভোর

মাঝে মাঝে সূর্যি মামা

খোলে নাকো দোর।

কুয়াশা ভেদ করে ছোটে

কিষাণ ভাই মাঠে

খোকাখুকু মজায় মাতে

নতুন বইয়ের পাঠে।

সকালবেলায় রোদের হাসি

লাগে ভারি মিঠা

হালকা রোদে খেতে মজা

শীতের গরম পিঠা।

গ্রামের মতো শীতের আমেজ

শহরেতে নাই

শীতের মজা পেতে হলে

চলো গ্রামে যাই।

খেজুর রসে

শীত এলে খেজুর গাছে

ঝোলে মাটির হাঁড়ি

ভোরের আবছা আলোয়

যাই গাছির বাড়ি।

সকালের ঠাণ্ডা রসে

প্রাণ যায় ভরে

কাঁচা রসের পায়েসের ঘ্রাণ

ভুলি কেমন করে।

খেজুর রসের পাটালি গুড়ে

হরেক রকম পিঠা

সঙ্গে থাকলে মায়ের বকুনি

লাগে আরও মিঠা!

এখন আর আগের মতো

খেজুর গাছ নাইতো

গাছি ভাইরা অন্য কাজে

ব্যস্ত দেখি তাইতো!

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!