জিরাফ, পিঁপড়ে ও ব্যাঙের ছড়া

জুলফিকার আলীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2020, 08:18 AM
Updated : 4 Jan 2020, 08:20 AM

জিরাফ

জিরাফ নাকি সিরাপ খেয়ে

লম্বা করেছে গলা

এ কথা নয় অন্য কারো

দাদুর মুখেতে বলা।

শরীরে তার রঙের বাহার

মাথা উঁচিয়ে চলা

গাছের পাতা খেয়ে খেয়ে

বেড়েছে কৌশল-কলা!

পিঁপড়ে

পিঁপড়েরা দলবেঁধে পিলপিল

ছয় পায়ে চলে

মিষ্টির খবর জানে তারা

অতি কৌশলে!

তাই তো খোকা তাদের পিছু

চুপি চুপি হাঁটে

পিঁপড়ের দলে দেখে তাকে

ভেংচি তখন কাটে।

মা রেখেছে মিষ্টি কোথায়

পিঁপড়েরা তাই জানে

বন্ধু হবে খোকা তাদের

মিষ্টি খাওয়ার টানে!

কোলাব্যাঙ

কোলাব্যাঙের ছানা

চিন্তা মনে নানা

চালাকি নেই জানা

প্যাঁকের ভেতর আছাড় খেয়ে

ভাঙ্গলো তার ঠ্যাং খানা।

তাই তো সে কাঁদছে বসে

পেটে পড়েনি দানা

তাই তো চ্যাং মারলো ল্যাং

গেয়ে হাসির গা’না।

ওষুধ পাতি খেতে হবে

ডাক্তার বাড়ি যা’না।

কোলাব্যাঙ ভেঙ্গে ঠ্যাং

খুঁজছে ডাক্তার

পথে পেল চিংড়িকে

ভালো ছিল লাক তার।

সে দিল ওষুধ তাকে

খাবি তুই পুঁটি

ভাঙ্গা ঠ্যাংয়ে রোজ করবি

ছুটো আর ছুটি।

সুযোগ পেলে কাউকে মারবি

জোরসে একটা ল্যাং

দেখবি তখন অটোমেটিক

ভালো হবে ঠ্যাং।

এই শুনে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ

হাসে কোলাব্যাঙ!

এই লেখকের আরও লেখা

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!