মুজিব মানে পিচঢালা পথ রক্তে ভেজা লাল

চিত্তরঞ্জন সাহা চিতুবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Nov 2019, 02:32 AM
Updated : 30 Nov 2019, 02:43 AM

যার জন্য

যার জন্য একটি পতাকা

যার জন্য ভাষা,

যার জন্য এই বাঙালির

জুড়ায় মনের আশা।

যার জন্য তারার মেলা

চন্দ্র সূর্যের আলো,

যার জন্য ভাবতে হৃদয়ে

বড্ড লাগে ভালো।

যার জন্য যুদ্ধ হলো

স্বাধীন হলো দেশ,

যার জন্য বুঝেছে শকুন

একাত্তরে শেষ।

যার জন্য আকাশ বাতাস

আজও সাক্ষী আছে,

যার জন্য নীল কালো লাল

ফুল ফোটে গাছে গাছে।

যার জন্য সব কিছু পাওয়া

আমরা যে তার ভক্ত,

সেই নেতাটি বঙ্গবন্ধু

দিয়ে গেল শেষ রক্ত।

মুজিব মানে

মুজিব মানে লাল সবুজের

মানচিত্র গড়া

বুকের মাঝে শক্তি সাহস

আন্দোলনের ছড়া।

মুজিব মানে বীরের জাতি

মুক্তিসেনার দল,

একাত্তরে যুদ্ধে পাগল

দুরন্ত চঞ্চল।

মুজিব মানে পিচঢালা পথ

রক্তে ভেজা লাল,

ডিসেম্বরে বিজয় নিশান

সমুদ্র উত্তাল।

মুজিব মানে তুমি ও আমি

বাংলা ভাষাভাষি

শ্রদ্ধাভরে তাই নেতাকে

আমরা ভালোবাসি।

একটি মুজিব

একটি মুজিব একটি পতাকা

লাল সবুজে গড়া,

মনের আবেগে শত ছড়াকার

লেখে তারা কত ছড়া।

একটি মুজিব জাতীয় সঙ্গীত

দেশকে ভালোবাসি,

ছোট্ট শিশুর আধো আধো মুখে

মিষ্টি ঠোঁটের হাসি।

একটি মুজিব একাত্তরে

মুক্তিসেনার লড়াই,

বুকের মাঝে শক্তি সাহস

তাইতো করি বড়াই।

একটি মুজিব ডিসেম্বরে

স্বাধীনতা আসে ফিরে,

রক্তে রক্তে সমুদ্র ঢেউ

হৃদয়ে আছে ঘিরে।

একটি মুজিব খুন হয়ে যায় পঁচাত্তরের সালে,

বুকের মাঝে থাকবে অমর

যুগে যুগে কালে কালে।

স্বাধীনতার ডাক

স্বাধীনতার ডাক বলো কে দিলো

ইতিহাসে কার নাম,

বজ্রকণ্ঠ ভেসে আসে কানে

‘এবারের সংগ্রাম’

পাক পশুরা ক্ষেপে যায় তারা

গ্রেপ্তার করে তাকে,

কোটি জনতা রাজপথে নামে

৭ই মার্চের ডাকে।

নেতাকে বাঁচাও অস্ত্র ধরো

বাঁচাও সোনার দেশ,

শকুনের দল তাড়াতেই হবে

করতেই হবে শেষ।

হায়নার দল আরো ক্ষেপে যায়

নেতাকে দেবে ফাঁসি

ভয় নেই তবু নেতার বুকে

মুখে ছিল তাঁর হাসি।

বীর বাঙালি প্রতিশোধ নেয়

যুদ্ধ হলো দেশে

পাকসেনারা বুঝেছে ঠেলা

কুপোকাত হলো শেষে।

বঙ্গন্ধুর জন্মদিনে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার

জন্ম হলো যার,

কাঁপিয়ে দিলো একাত্তরে

নেই তুলনা তার।

স্বপ্ন ছিলো দু'চোখ জুড়ে

করবে স্বাধীন দেশ,

এই বাঙালি বলবে কথা

আসবে পরিবেশ।

স্বপ্ন যে আজ সত্যি হলো

যুদ্ধ হলো দেশে,

পাক পশুরা বুঝলো ঠেলা

হার মেনেছে শেষে।

আজকের এই জন্মদিনে

তাইতো স্মরণ করি,

রক্তে কেনা সোনার এদেশ

এসো এবার গড়ি।

নয় মাসে স্বাধীনতা

মার্চে শুরু হয়

ডিসেম্বরে শেষ,

যুদ্ধে বাঙালিদের

মনোবল বেশ।

মার্চে সেই সাতে

দিলো মহা ডাক,

যুদ্ধের আগুনটা

ছড়িয়েই যাক।

ডাক শুনে বাঙালিরা

জাগে ঘরে ঘরে,

প্রতিশোধ প্রতিরোধ

দুর্গটা গড়ে।

অস্ত্রটা হাতে হাতে

শ্লোগান মুখে,

মানে নাতো ভয় ভীতি

সাহসটা বুকে।

হার মানে দস্যুরা

হয় নাজেহাল

সেই দিন সারাদেশে

হয় উত্তাল।

লাল ঐ সবুজের

পতাকাটা ওড়ে,

বিজয়টা আসলো

তাই ঘরে ঘরে।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!