নতুন ধানের মধুর ঘ্রাণে

রানাকুমার সিংহবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 07:10 AM
Updated : 20 Nov 2019, 07:16 AM

হেমন্তকাল

রাশি রাশি

সোনার ধানে

মাঠের পরে মাঠ,

চোখজুড়ানো

আনন্দ আর

প্রকৃতি দেয় পাঠ।

নতুন ধানের

মধুর ঘ্রাণে

মৌ ভরা সব হাট,

অনেক দূরে

চলে গেছে

সুরমা নদীর ঘাট।

সকালবেলা

ঝিকিমিকি

শিশিরে তল্লাট,

হেমন্তকাল

ষড়ঋতুর

বাহারি মলাট।

নতুন ধানের ঘ্রাণ

সাদামেঘের

ভেলায় চড়ে

শরৎ গেল উড়ে,

হাওয়ায় নতুন

ধানেরই গান

বাজছে সুরে সুরে।

পিঠাপুলির

আয়োজনে

নিদ্রা যে যায় টুটে,

রঙিন ঘুড়ি

নাটাই নিয়ে

দুরন্তরা ছুটে।

হিম বায়ু আর

শিশির কণা

ভোর-সকালে দেখি,

নবান্নকে

সঙ্গে নিয়ে

পদ্য-ছড়া লেখি।

ষড়ঋতুর বাংলাদেশ

ষড়ঋতুর

বাংলাদেশে

নেচে-গেয়ে

হেসে হেসে

হিম বাতাসে

ঝিম আবেশে,

নতুন ধানের

ঘ্রাণে ঘ্রাণে

ভালোবাসায়

প্রাণে প্রাণে

কার্তিক এবং

মাস অঘ্রাণে-

কাশের বনে

বিদায় ক্ষণে

বাতাস এলোমেলো

হেমন্তকাল এলো।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!