সুরমার ঢেউয়ে নৌকা ভাসে

মোহাম্মদ আব্দুল হকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 08:12 AM
Updated : 5 Nov 2019, 08:14 AM

সুরমার কিন ব্রিজ

বন্ধুরা চলো চলো কিন ব্রিজে যাই

কোলাহল আছেতো তাড়াহুড়ো নাই।

সুরমার ঢেউয়ে ভাসে নৌকা ভাসে

সূর্যের আলোটা জলে পড়ে হাসে।

কিন ব্রিজে বেঁধেছে এপাড় ওপাড়

পায়ে হেঁটে সুরমা নদী পারাপার।

সন্ধ্যায় ডুব দেয় আদিত্য জলে

যেনো এক লাল টিপ জলের তলে।

পুতুল

এই পুতুলটি ওই পুতুলটি সেই পুতুলটি আমার

এটি মাটির এটি কাঠের এটি হলো তামার।

আচ্ছা মাগো পুতুলগুলো খায়না কেন ভাত

পুতুলগুলো ঘুমায় কেবল সকাল দুপুর রাত।

ওরে আমার শখের পুতুল ওঠতো জেগে ওঠ

কোনটি রাজা কোনটি রাণী আজকে হবে ভোট।

আমার কথা শুনলে দেখি ছোটন মামা হাসে

পুতুল নাকি করবে গোসল শিশির ভেজা ঘাসে।

হাঁসের ছানা

দাঁড়িয়ে আছি নদীর তীরে

সাদা সাদা হাঁসের ভিড়ে।

নদীর জলে হাঁসের ছানা

তাই নদীতে নামতে মানা।

হাঁসের ছানা হাঁসের ছানা

খাচ্ছে মজায় ক্ষুদি পানা।

হাঁসের রাজা কাছে এসে

দাঁড়ায় আমার পায়ে ঘেঁষে।

হাঁসি রাণী মুচকি হেসে

কাছে ভিড়ে ভালোবেসে।

আয় তই তই হাঁসের ছানা

থাম আর না পানা খানা।

হাঁসের ছানা বুঝে গেল

এবার যাবার সময় হলো।

হাঁসের ছানা উঠলো তীরে

সন্ধ্যা হলো চলো নীড়ে।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি,সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!