ভাঙা পৃথিবী জোড়া লাগবে যেভাবে

বই: সের কমো ও রিও কুই ফ্লুই/ লাইক দ্য ফ্লোয়িং রিভার, লেখক: পাওলো কোয়েলহো (১৯৪৭) ব্রাজিল, মূল পর্তুগিজ থেকে ইংরেজি অনুবাদ: মার্গারেট জুল কস্তা, প্রকাশনী:  হারপার কলিন্স, যুক্তরাজ্য, প্রথম প্রকাশ: ২০০০, ধরন: গল্পগুচ্ছ, এই বইয়ের একটি গল্প হলো ‘ছেড়া মানচিত্র জোড়া দেওয়া’

মাজহার সরকারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2019, 10:29 AM
Updated : 27 Oct 2019, 10:03 AM

এক বাবা বসে পত্রিকা পড়ছিলেন। কিন্তু তার ছোট্ট ছেলে তাকে নানাভাবে জ্বালাতন করছে।

এতে তিনি খুব বিরক্ত হলেন, ছেলের দুষ্টুমি থামছেই না। অবশেষে লোকটা একেবারে ক্লান্ত হয়ে গেলেন। পত্রিকার একটা পাতা ছিড়ে নিলেন, সেখানে ছাপা ছিলো পৃথিবীর একটা মানচিত্র।

সেটা কয়েক টুকরা করে ছেলেটির হাতে দিলেন তিনি। বললেন, ‘এই নাও, তোমার জন্য একটা কিছু খুঁজে পেয়েছি। তুমি এখন খেলতে পারবে। তোমাকে পৃথিবীর ছেড়া মানচিত্র দিলাম, এটাকে ঠিকঠাক জোড়া দিয়ে আমার কাছে নিয়ে এসো।’

লোকটা আবার পত্রিকা পড়ায় মনোযোগ দিলেন, ভাবলেন মানচিত্র জোড়া দিতে ছেলের হয়তো সারাদিন লেগে যাবে।

কিন্তু মাত্র ১৫ মিনিট পরই ছেলেটি ফিরে এলো, তার হাতে মানচিত্র। বাবা খুব অবাক হলেন। বললেন, ‘তোমার মা কি তোমাকে ভূগোল শিখিয়েছে?’

একটু থেমে ছেলেটি জবাব দিলো, ‘আসলে জানি না আমি কী করেছি। মানচিত্রের উল্টো পিঠে একজন মানুষের ছবি আছে, আমি শুধু ওই মানুষটাকে জোড়া দিয়েছি। এতে করে উল্টোপিঠের মানচিত্রের টুকরোগুলোকে এক করতে পেরেছি।’

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!