এক যে আছে অগ্নিগ্রহ

লামিয়া তাবাসসুমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2019, 06:18 AM
Updated : 22 Oct 2019, 06:26 AM

এক যে আছে অগ্নিগ্রহ

তার তাপ যে আছে বেজায়

যদি তুমি ধরতে চাও

তোমার হাত হয়ে যাবে পুড়ে ছাই!

দূর থেকে দেখলে তাকে

একটু ছোট লাগে

কাছে থেকে দেখলে তাকে

পৃথিবীর থেকেও বড় লাগে!

নাম যে তাহার সূর্যি মামা

সবাই তাকে চেনো

তাকে ছাড়া আমরা কেহ

বাঁচতে পারি নাকো

গাছগাছালি পশু পাখি

সবাই তাকে চায়

তাই তো সে রোজ রোজ

উঁকি দিয়ে যায়!

লামিয়া তাবাসসুমের হাতে লেখা ছড়া

লামিয়া তাবাসসুম

 

লেখক পরিচিতি: শিক্ষার্থী, তৃতীয় শ্রেণি, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!