মেরি ও স্নোম্যান
নীলা হারুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2019 02:13 PM BdST Updated: 20 Oct 2019 06:29 PM BdST

এক ঠাণ্ডার দিনে ছোট্ট মেরি আইসক্রিম খেতে চায়। সে বের হয়ে দেখে আইসক্রিম পার্লার বন্ধ।

ছোট্ট মেরি মন খারাপ করে কাঁদতে কাঁদতে ফিরে আসে। তাকে দেখে স্নোম্যানের খুব মায়া হয়।

স্নোম্যান তার গা থেকে বরফ খুলে মেরিকে আইসক্রিম বানিয়ে দেয়। মেরি আইসক্রিম পেয়ে খুব খুশি হয়।

মেরি চলে যাবার পর স্নোম্যান আবার একা দাঁড়িয়ে থাকে। সূর্যের তাপ বেড়ে স্নোম্যান গলতে থাকে। (স্কার্ফ আঁকতে ভুলে গেছিলাম তাই ডুডলে এঁকে দিলাম)

মেঘ সূর্যকে ঢেকে দিতে এগিয়ে এলেও সুবিধা করতে পারে না। স্নোম্যান গলে যায়।

স্নোম্যান গলে মাটিকে ভিজিয়ে দেয়। সূর্যের আলো পড়ে সেই মাটিতে। সেখানে একটা গাছের চারা জন্মায়।

সময় বয়ে যায়। চারাটা একদিন অনেক বড় হয়, গাছ হয়। মেরি এখন অনেক বড় হয়ে গেছে, আর ছোট্ট নেই। সে ফিরে আসে স্নোম্যান যেখানে ছিল। সেখানেই এখন গাছটা দাঁড়িয়ে আছে।

গাছটা মেরিকে ফুল এগিয়ে দেয়। স্নোম্যানের ভালোবাসা পৌঁছে যায় মেরির কাছে।
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না! |