তাওহীদা তাবাসসুমের আঁকা ছবি
কিডস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2019 01:18 PM BdST Updated: 16 Oct 2019 01:34 PM BdST
-
ফল খেতে ভারি মজা
বন্ধুরা, তোমাদের জন্য ছবি এঁকে পাঠিয়েছে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাওহীদা তাবাসসুম। নিজের ছোট্ট পরিচিতিও লিখে দিয়েছে সঙ্গে। তোমরাও তোমাদের আঁকা ছবিগুলো আজই পাঠিয়ে দাও।
আয়রে আয় টিয়ে বেড়াবো আজ মনের সুখে জোড়া হাঁস তাওহীদা তাবাসসুম তাওহীদা তাবাসসুমের লেখা তার পরিচিতি
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!
ট্যাগ :
সাম্প্রতিক খবর