টাকডুমাডুম পূজোর ছড়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2019, 06:06 AM
Updated : 4 Oct 2019, 06:17 AM

ইমরান পরশ

পূজোর ছড়া

মনটা নাচে তাধিন তাধিন তাকধুমাধুম বোলে

দল বেঁধে আজ মণ্ডপে যাই মন খুশিতে দোলে।

অসুর বধে দুর্গা আসে স্বপ্ন দেখায় মনে

দুর্গা দেবী বধ করে না কাউকে অকারণে।

অমঙ্গলের বিরুদ্ধে তাই করতে থাকে যুদ্ধ

দুর্গা বুঝি বিশ্বটাকে করবে পরিশুদ্ধ।

মা এসেছেন

মা এসেছেন মা এসেছেন

রঙিন শাড়ি পরে

মা এসেছেন ভিন্নরূপে

হাওয়ার ঘোড়া চড়ে।

রঙিন সাজে মন্দিরে আজ

বাজছে কাসর ঢোল

তাকধিনাধিন বাদ্য বাজে

আনন্দ উতরোল।

যাক ধুয়ে আজ সকল কালো

আলোয় হাসুক ধরা

শান্তি সুখে দিনটা কাটুক

ধন ধান্যে ভরা।

টাকডুমাডুম টাকডুমাডুম

রোদের ঝিকিমিকি

ঢোলের তালে জোছনা ঝরায়

মা হেসেছেন ঠিকি।

রানাকুমার সিংহ

পূজোয়

ঢাকের আওয়াজ

তাক ডুমাডুম

উধাও সবার

চোখেরই ঘুম।

মন্দিরে আজ

নানান সাজে

আশীষ বিলান

দুর্গা মা যে।

ঘুরছে পূজোয়

ভক্ত সবে

মুখর শিশু

কলরবে।

মায়ের পূজো

আনন্দে তাই

জয় মা বলে

হর্ষে সবাই।

অকালবোধন

দুর্গা মায়ের

অকালবোধন

হয় শরতে,

অসুরবিনাশ

যাক ঘটে যাক

সব পরতে।

সকল সুরের

মূর্ছনাতে

পৃথিবী হোক

ভালোবাসায়

আলো-আশায়

আনন্দলোক।

দুর্গা মায়ের

অঞ্জলিতে

সৃষ্টি যত,

সবার ভালো

কাম্য থাকে

অবিরত।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!