দুর্গাপূজার একগুচ্ছ ছড়া

অজিত রায় ভজনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2019, 06:42 AM
Updated : 27 Sept 2019, 06:42 AM

দেখবি যদি আয়

শরৎ এলো মন রাঙাতে

রূপের ছবি গাঁয়

নীল সাদারই চাদরখানি

গায় জড়াবি আয়।

বাংলা মায়ের মিষ্টি হাসি

রোদের লুকোচুরি

দু'চোখ ভরে দেখবি ওরে

ইচ্ছে মতো ঘুরি।

সবুজ মাঠে হেমন্তেই

আসছে ভেসে সুর

মনযে তোরই হারিয়ে যাবে

ভাবের সমুদ্দুর।

এমন দিনে আসছে রে মা

দেখবি যদি আয়

অঞ্জলীতে ভরিয়ে দিবি

সময় চলে যায়।

মাগো

অসুর বিনাশী মাগো

তুমি দশভূজা

বিল্বপত্র ফুলে

করি যশ পূজা।

দূর হোক অনাচার

আগমনী সুরে

শান্তির বারিধারা

থাক মন জুড়ে।

দুখিজনা হাসে যেন

মাকে পেয়ে তাই

তোমার মহিমা আজ

সবে মিলে গাই।

মাগো তুমি ধরা ধামে

এসো বারে বার,

বুকে নিও টেনে তারে

সুখ নাই যার।

পূজোর স্মৃতি

সেই সে দিনে কখনও যে

যায়না ফেরা আর

সোহাগ মাখা বাবার বকুন

আদর খানি মার।

একই রঙের কাপড় জামা

জড়িয়ে দিয়ে গায়

মণ্ডপেতে ঘুরে ফিরে

সময় যেতো হায়।

চুলের ফিতা পায়ের জুতা

এক যে হওয়া চাই

হারিয়ে গেলো সেদিন কোথা

আরকি ফিরে পাই!

পূজো এলে স্মৃতির ঘরে

মনটা চলে যায়

ভুলতে আমি চাই না যে তা

থাক সে মনের ছায়।

দুর্গাপূজো

অসুর যতো আনন্দে আজ

হাসছে রে

বৈরী হাওয়ায় কেমন করে

ভাসছে রে।

আজ আকাশে মেঘ জমেছে

বড্ড কালো

দাও জ্বালিয়ে মাগো তুমি

সকল আলো।

অনাচারি দমন করো

খড়গ হাতে

যাকনা চলে ভয় ও ভীতি

আঁধার রাতে।

হাসি খুশি দাও ভরিয়ে

সকল প্রাণে

একই সুরে মিলুক সবে

আজকে গানে।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ছবি দিতে ভুলো না!