রানাকুমার সিংহের তিনটি ছড়া

রানাকুমার সিংহরানাকুমার সিংহ
Published : 20 Sept 2019, 07:58 AM
Updated : 20 Sept 2019, 07:58 AM

খেলা-ই ভালো

খেলতে ভীষণ ভালো লাগে

পড়তে তত মন্দ

খেলা-পড়ায় কোনটা ভালো

এই নিয়ে রোজ দ্বন্দ্ব!

মা তো বলেন পড়তে হবে

রিদম বলে খেলা

আমিও চাই খেলায় কাটুক

দিনটা সারাবেলা।

ইশকুলে যাই নয় তো ক্লাস

টিফিন আমার প্রিয়

কোন ইশকুলে শুধুই খেলা

খোঁজটা এনে দিও।

বাবা থাকেন ব্যস্ত খুবই

অফিস যে তার বাড়ি!

তাই তো বাবার সঙ্গে আমার

অঘোষিত আড়ি!

আমার পড়া কিংবা খেলা

জানেন বাবা অল্প

হঠাৎ মায়ের নালিশ পেলে

শোনেন সেটা অল্প।

বাবা যখন ছোট্ট খোকা

পড়তো নাকি কষে

আমার দাদা সেই সময়ে

শুনতো পাশে বসে।

কিন্তু আমার ব্যস্ত বাবা

পান না সময় বলে

হঠাৎ দেখি কান্না আসে

চোখ ভরে যায় জলে।

লাগতো ভালো বাবা যদি

খেলতো আমার সাথে

কিন্তু বাবা ফিরেন ঘরে

ঘুমোই যখন রাতে!

ছোট্ট খুকি মায়াবতী

ছোট্ট খুকি আঁকতে পারে প্রজাপতি

চনমনে সে গাইতে পারে গানও ভালো

সবাই তাকে আদর করে ভীষণ অতি

ঘরে বাইরে জ্বালায় খুকি উজল আলো।

ছোট্ট খুকি নাচে ভালো লাফায় দড়ি

বায়না ধরে মুখ ফুলিয়ে কান্না করে

মা যে তাকে খুব যতনে সাজায় পরি

ভাল্লাগে খুব যখন খুকি গানটি ধরে।

পায় তো খুকি সবার আদর ভালোবাসা

এদেশ ছড়াক খুকির জন্য সুগন্ধি ফুল

এই বায়ু জল বৃক্ষ পাখি আলো আশা

মায়াবতী খুকির স্বজন সবাই আকুল।

বাঘ খেয়েছে ঘোড়ার ডিম

নয় তো প্রপাগান্ডা

বাঘে খেলো সিদ্ধ করে

ঘোড়ার ছ’টি আন্ডা!

আন্ডা খেয়ে হালুম

পেটের ভেতর উলট-পালট

করতে থাকে মালুম!

পেটের ভেতর মামা

তেজি ঘোড়ার খুড়ের শব্দে

বলছে ওদের থামা!

বাঘ মামা তো ভাবে

ঘোড়ার ডিমেই বুঝি এবার

পরান পাখি যাবে!

বিষয়টা কী জানো!

খালিপেটে ঘুমিয়ে ছিলো

শুনছিলোনা গানও!

তাই তো অমন ড্রিম

বাঘের বুকে করেছিলো

শব্দ ধিরিম-ধিরিম।

স্বপ্ন গেলে কেটে

বাঘ মামাটি খাবার খুঁজে

ফাইভ জি ইন্টারনেটে!

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!