যে মাছটি আমার জীবন বাঁচিয়েছিল

[ব্রাজিলিয় ঔপন্যাসিক ও গীতিকার পাওলো কোয়েলহোর লেখা এ গল্পটি তার ওয়েবসাইট থেকে নিয়ে অনুবাদ করা।]

মাজহার সরকারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2019, 09:52 AM
Updated : 17 Sept 2019, 09:52 AM

একদিন মোল্লা নাসরুদ্দিন এক গুহার পাশ দিয়ে যাচ্ছিলো। গুহার ভেতর এক যোগী সাধক ছিলো, গুহায় বসে গভীর ধ্যান করছিলো সে।

সাধককে মোল্লা জিজ্ঞেস করলো সে আসলে কিসের জন্য ধ্যান করছে। সাধক বললো, ‘আমি প্রাণীদের আচার-আচরণ সম্পর্কে জ্ঞান লাভ করেছি। ইতোমধ্যে এমন কিছু আচরণ পেয়েছি যেগুলো মানুষের জীবনেও পালিত হতে পারে।’

নাসরুদ্দিন জবাব দিলো, ‘একটা মাছ একবার আমার জীবন বাঁচিয়েছিল।’

সাধক বিস্ময়ে হতবাক হয়ে যায়, একটি মাছ কেবল একজন পবিত্র ধার্মিক ব্যক্তিরই জীবন রক্ষা করতে পারে।

সাধক জানতে চাইলো, ‘কিভাবে সে তোমার জীবন বাঁচিয়েছিল?’

‘সেই ঘটনা আমি তোমাকে বলবো, যদি তুমি ধ্যান করে যা যা শিখেছো তা আমাকেও শেখাও’, নাসরুদ্দিন জবাব দিলো।

সাধক সিদ্ধান্ত নিলো তার শেখা সব বিদ্যা নাসরুদ্দিনকে শেখাবে। অর্জিত সব বিদ্যা নাসরুদ্দিনকে শেখানোর পর সাধক বললো, ‘আমি সারাজীবন যা যা কিছু শিখেছি সব তোমাকে শিখিয়ে দিয়েছি। এখন মাছটা কিভাবে তোমার জীবন বাঁচিয়েছিল তা আমাকে জানাও। এ থেকে আমি শিখতে চাই।’

‘এতো খুব সোজা’ নাসরুদ্দিন উত্তর দিলো- ‘খুব ক্ষুধার্ত হয়ে আমি একটা মাছ ধরলাম। ওই মাছটিকে ধন্যবাদ, সে আমার তিনদিনের খাবারের যোগান দিয়েছিল।’

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!