হাত বাড়ালাম চাঁদের দিকে

মোহাম্মদ আরিফুল্লাহ ভূঁইয়াবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 09:31 AM
Updated : 10 Sept 2019, 09:48 AM

পাখি হবো

আমার যদি পাখির মতন

থাকতো দুটি ডানা

যেতাম উড়ে দেশ-বিদেশে

করতো কে রে মানা।

দেখে নিতাম পাহাড় সাগর

শহর নদী বন

পাখির মতন মেলবো ডানা

এই করেছি পণ।

ঝিলের জলে

ঝিলের জলে শাপলা শালুক

জল থৈ থৈ করে

লাফায় শিশু জলের উপর

মন থাকে না ঘরে।

গাঁয়ের শিশু শালুক তুলে

কাটিয়ে দেয় বেলা

ঝিলের জলে গোসল করে

জলেই করে খেলা।

খুশির জোয়ার বইয়ে দিয়ে

কাটে শিশুর দিন

ঝিলের জলের কাছে সবার

আছে অনেক ঋণ।

টক ঝাল মিষ্টি

টক খেয়ে মুখ ভার

ঝালে উহ্ আহ্

তেতো খেয়ে ভেংচি

মিঠা খেয়ে বাহ্।

ফল খেয়ে টসটসে

রসে ভরা গাল

হাসিমুখে খুকি বলে

পালিয়েছে ঝাল।

চাঁদ সুরুজ

দিনের বেলা সুরুজ হাসে

রাতে হাসে চাঁদ

তাদের সাথে কথা বলার

মনে জাগে সাধ।

হাত বাড়ালাম চাঁদের দিকে

বলল আসি আসি

সুরুজ দিলো রোদের কণা

চাঁদ দিয়েছে হাসি।

আলোর ভুবন

আকাশ থেকে খসে পড়ে

একটি বিশাল তারা

খবরখানা পাড়া জুড়ে

ফেলল ভীষণ সাড়া।

উড়ে গেল তারার ভেলায়

গাঁয়ের ছেলে মেয়ে

বেজায় খুশি চাঁদের বুড়ি

তাদের কাছে পেয়ে।

হাত বাড়িয়ে বললো মায়ে

আয়রে তোরা ঘরে

জোছনা হয়ে নামলো তারা

ভুবন আলো করে।

লেখক পরিচিতি: প্রধান শিক্ষক, মির্জাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দত্তেরগাঁও, শিবপুর, নরসিংদী

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!