শরৎ ডাকে আয় আয়

>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 08:45 AM
Updated : 6 Sept 2019, 08:49 AM

আবু আফজাল সালেহ

শরৎ ডাকে আয় আয়

ইলিক ঝিলিক রোদের খেলা

নীল আকাশে মেঘের ভেলা,

গাঙশালিকে ডাকে

ইছামতীর বাঁকে।

সুনীল ফেনিল রঙের মেলা

আকাশ জুড়ে বকের খেলা,

মাছরাঙায় ক্লান্ত দুপুর

পথ রাঙায় সবুজ নূপুর।

ঝিলিমিলি সোনা ঝরে

আমন ধানে গয়না পড়ে,

শরৎ ডাকে আয় আয়

ফিরে আয় ফিরে আয়।

ঋতুরানী শরৎ

নীল আকাশে বকের সারি

সাদা মেঘে আঁকা

পাড়া-গাঁয়ে ডাকাহাকি

গরু গাড়ি হাঁকা।

সকাল বেলায় রাঙা রোদে

ঘাসের মাথায় চিকমিক

সূর্য আলোয় ঝিলিক দিয়ে

মুক্তা যেন ঝিকমিক।

মাথা দোলায় আমন ধানে

হলুদ টিয়ার ঢেউ

নদীর ধারে পল্লীগীতি

গান ধরে দেয় কেউ।

চারিদিকে রূপ অপরূপ

ঋতুরানী শরৎ

প্রকৃতিটার ভাঁজে ভাঁজে

কারুকাজের পরত।

চিত্তরঞ্জন সাহা চিতু

শরৎ এলে

শরৎ এলে দোল খেয়ে যায়

সাদা কাশের বন,

তুলোর মতো মেঘগুলো সব

উদাস করে মন।

শরৎ এলে শিশির ভেজা

ঘাসের ডগাই হাসে,

মাঠে মাঠে পাগলা হাওয়ায়

সবুজ ফসল ভাসে।

শরৎ এলে শাপলা শালুক

নদীর জলে ফোটে,

দুষ্টু ছেলে সাঁতার কেটে

অমনি সেদিক ছোটে।

শরৎ এলে পাখির গানে

জুড়ায় সবার প্রাণ,

আকুল করে শিউলি টগর

জুঁই চামেলির ঘ্রাণ।

শরৎ এলে জোনাক মেয়ে

ছড়ায় শুধু আলো,

এই শরতে আনন্দ ঢেউ

তাইতো লাগে ভালো।

অলঙ্করণ: শিল্পী সোহাগ পারভেজ

মোহাম্মদ আব্দুল হক

মাছের পোনা

বড়ো বড়ো মাছের পেটে

ডিম-যে হলুদ সোনা

সেই ডিমেরই ভিতর থেকে

আসলো মাছের পোনা।

পুকুর জলে পাতার তলে

শোল মাছেরই পোনা

রঙিন পোনা দেখতে পেয়ে

লাফায় বাবুই সোনা।

ধীরে ধীরে পুকুর পাড়ে

ভিড় করেছে সবে

এত্তো লোকের ভিড়ে বুঝি

মাছের পোনা রবে।

মাছের পোনা মাছের পোনা

ডাকে বাবুই সোনা

ভয়ে পালায় গভীর জলে

ছোট্ট মাছের পোনা।

ডান্ডা

ডান্ডা দেখিয়ে পণ্ডিত স্যার

ডাকেন গাধা ছাত্র

ভয়ে কি আর বলতে পারি

আমার খালি পাত্র।

আমার মাথায় কিচ্ছুটি নাই

কিচ্ছু আমি চিনিনা

সকাল বিকেল এত্তো পড়ি

কিচ্ছু তবু জানিনা।

পরীক্ষা পাস করে সবাই

খায় মুরগির আন্ডা

আমি খাই স্যারের হাতের

জালি বেতের ডান্ডা।।

শাহ্জাহান সিরাজ

শরৎ রানী

নদীর তীরে মৃদু হাওয়ায়

কাশফুলেরা দোলে,

কাশফুলের নরম ছোঁয়ায়

দুঃখ যাই ভুলে।

খাল বিলে শাপলা শালুক

তারার মতো ফোটে,

রাতের বেলা জ্যোৎস্না দেখে

মন অজানায় ছোটে।

শিশির ভেজা শিউলি ফুলে

উঠোন গেছে ভরে,

নীল আকাশের সাদা ভেলা

নেই আজ দূরে।

শরৎ তোমার রূপের যাদুতে

সবাই মুগ্ধ হয়,

তাইতো তাকে আদর করে

শরৎ রানী কয়।

রানাকুমার সিংহ

                                                       শরতে

আকাশে জুড়ে

সাদা মেঘের

ভেলায় চড়ে কে যায়?

নদীর পারে

কাশের খেলা

হাওয়ায় দোলে বেজায়।

বর্ষা বিদায়

শরৎ এলো

লুটোপুটি রোদে,

শিউলিঝরা

শুভ্র সকাল

যায় নেচে আমোদে।

তালের পিঠা

সুস্বাদু খুব

রোজই তো চাই খেতে,

বাতাস যেন

দুষ্টু বালক

যায় খেলে ধানক্ষেতে।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!