শতবর্ষে নতুন মুজিব, আসছে নতুন দিন

মুহম্মদ নূরুল হুদাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2019, 06:31 AM
Updated : 27 August 2019, 06:40 AM

পিতা শতায়ু পিতা চিরায়ু

মাটিমানুষ খাঁটিমানুষ শিশুমানুষ খোকা

বাংলামায়ের যিশুমানুষ জগৎজোড়া লেখা।

সেই শিশুটির জন্ম হলো মধুমতির তীরে,

উঠলো বেড়ে নওল পলির হাজার নদীর ক্ষীরে।

সাক্ষী আছে চন্দ্রসূয সাক্ষী মা-জোনাকি

বনে-মনে বিলেঝিলে সাক্ষী ডাহুক পাখি:

মুজিব নামের সেই খোকাটি তাদের আপনজন,

সবুজ জাতির সবুজ পিতা, জাতির বুকের ধন।

জন্মেছিলো সতেরো মার্চ ঊনিশশ বিশ সালে,

সেই থেকেই নাওয়ের ভাসান লালসবুজের পালে।

আজকে যখন তাঁর জীবনের শতবর্ষ এলো

বাঙালিরা নতুন করে অন্য মুজিব পেলো।

শিশু মুজিব তরুণ মুজিব, মুজিব সর্বনাম:

প্রমিত নাম বঙ্গবন্ধু, ফুরায় না তার দাম।

শতবর্ষে নতুন মুজিব, আসছে নতুন দিন

যতদিন এই বঙ্গভূমি, মুজিব ততদিন।

চিরকালের জাতিপিতা লালন করি বুকে,

মুক্ত পিতা যুক্ত পিতা জাতির সুখে দুখে।

যুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা জাতিযোদ্ধা যিনি

মানবতার শ্রেষ্ঠযোদ্ধা মুজিব নামে চিনি।

শিশু মুজিব পিতা মুজিব শতবর্ষী আজ

অনন্তকাল বীরবাঙালির মুজিব মুক্তিতাজ।

জানে মানুষ জানে মাটি জানে আকাশ, বায়ু

শতবর্ষ আজকে বয়স, চিরকাল তার আয়ু।

০৭.০৪.২০১৯

তুমিই শিশু তুমিই পিতা

সতেরো মার্চ উনিশ-শ বিশ জন্ম নিলো টুঙ্গিপাড়ায়

বাঙালিদের জাতিপিতা; মা-জননী দুহাত বাড়ায়;

পিতার মুখে ফুটলো হাসি, ফুটলো কুসুম রাশি রাশি,

পাখির ডানায় বাঁশের পাতায় সুরে সুরে বাজে বাঁশি;

দোয়েলশ্যামা লাফিয়ে চলে, ইলিশেরা সাঁতার কাটে,

বাঙালি আজ পাখপাখালি, জারি সারি হাটে মাঠে;

প্রমত্ত আজ গঙ্গা-পদ্মা, কর্ণফুলী ধায় যমুনায়,

মধুমতি ব্রহ্মপুত্র সব নদী যায় এক মোহনায়;

অষ্টপ্রহর আসছে যাচ্ছে বংপ্রজাতির শ্রমিক প্রেমিক,

বাংলা জুড়ে নতুন অরুণ, সেই অরুণে কিরণ অধিক;

বদর বদর হাঁকছে মাঝি, নদীরা সব বৈঠাও বায়;

হালের নৌকা পালের নৌকা নৌকারা সব এক ঠিকানায়।

আকাশজোড়া রোদের খেলা, হঠাৎ বৃষ্টি এক পশলা,

কৃষকরা সব ছুটছে মাঠে, হাতে তাদের লাঙ্গল-ফলা;

জলে-স্থলে গগনতলে নীলসবুজের গিরিচূড়ায়

বঙ্গশিশুর বঙ্গপিতা দুচোখ মেলে অবাক তাকায়।

তুমিই শিশু তুমিই পিতা বঙ্গশিশুর বঙ্গপিতা

অনন্তকাল বঙ্গভূমি অনন্তকাল তুমিই পিতা;

মুক্তিপাগল বাঙালিরা পিতার বুকে মুখটি লুকায় -

মুখটি তোমার আঁকা আছে লালসবুজের সুখ-পতাকায়।

আয় ছেলেরা আয় মেয়েরা টুঙ্গিপাড়া যাই

আয় ছেলেরা আয় মেয়েরা মুজিববাড়ি যাই

সব বাঙালির একটি বাড়ি অন্য বাড়ি নাই।

০৬-০৭.০৩.২০১৯

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!