এই মমতা কোথায় পাবো

অজিত রায় ভজনবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 08:23 AM
Updated : 25 August 2019, 08:23 AM

শিশুর পণ

পথটা খুঁজে আলোর শুধু

সম্মুখেতে চলবো,

হাজার বাধা পিছন ফেলে

সত্য মুখে বলবো।

অবাক হবে বিশ্বজনে

আলোর নাচন দেখে,

কলম তুলি বীরের কথা

যাবেই শুধু এঁকে।

পাখির মতো মেলেই ডানা

মুক্তাকাশে উড়বো,

জগৎজয়ীর তাজটা পরে

বিশ্ব ভুবন ঘুরবো।

রামধেনু তার সাতটি রঙে

রাঙ্গিয়ে দেবে মন,

মানুষ হবো আমরা সবে

আজকে করি পণ।

ঘুম পাড়ানি

স্বপনপুরীর গল্প মাগো

তোমার কাছে শোনা,

বলতে আমায় ঐযে তারা

যায়নাতো বাপ গোনা।

দৈত্যি দানো রাক্ষসি আর

নীল পরীদের দল,

এদের ভাবিস বন্ধু তোরই

রাখিস বুকে বল।

সাগর জলে কাটবি সাঁতার

নীল আকাশের তলে,

ঘুম পাড়াতে মাগো আমায়

গল্প কতোই বলে।

বাঁধন

অবুঝ যখন ছিলাম আমি

তোমায় ছাড়া চলতো না,

আয়রে খোকন বুকে আমার

মা ছাড়া কেউ বলতো না।

অসুখ হলে শিয়র পাশে

ঘুম ছাড়া কে রইতো গো?

চোখের জলে কার বুকেতে

নদীর ধারা বইতো গো?

এই মমতা কোথায় পাবো?

হারিয়ে গেলে মা ধন,

জগতের মাঝে মা হলো রে

সত্য মায়ার বাঁধন।

বাবা

যেদিন তুমি হারিয়ে গেলে

হারিয়ে গেলো ছায়া,

বায়না সবই হারিয়ে গেলো

হারিয়ে গেলো মায়া।

বটবৃক্ষ তুমি ছিলে

এবং ছিলে আশা,

বাবা তুমি সত্যি ছিলে

আমার ভালোবাসা।

যেখানটাতে থাকো তুমি

ভালোই থেকো তুমি,

অনুভবে তোমার চরণ

নিত্য যাবো চুমি।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!