মুখ তার বাংলাদেশের ছবি

রানাকুমার সিংহরানাকুমার সিংহ
Published : 16 August 2019, 08:51 AM
Updated : 16 August 2019, 08:51 AM

বাংলাদেশের ছবি

আঁকলো খোকা একটা ছবি দেশের

সেই ছবিতে পতাকাটাও রাখলো

ছয়টি ঋতু ফসলী মাঠ এবং

গাছ নদী আর ফুল পাখিও থাকলো!

খোকার ছবি বাংলাদেশের মাটি

মা মানুষে সবুজ গাঁয়ে মিশে

লাল সবুজের কি অপরূপ শোভা

তুলনাটা হয় বলো আর কিসে!

খোকার আঁকা সেই ছবিটা দেখবে?

সেই ছবিটা সকল স্বাধীনচেতার

সেই ছবিটা শেখ মুজিবের ছিলো

সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতার!

বঙ্গবন্ধু আছে

বাংলাদেশের সাগর নদী

বৃক্ষ পাখি ফুলের ঘ্রাণে

একটি নামের জয়োধ্বনি

ছড়িয়ে আছে প্রাণে প্রাণে।

ছয় ঋতু আর আকাশ জুড়ে

হাওর বা গেরাম ছড়ার তালে

একাতারা সুর বাউল গানে

নাম মুজিবের নায়ের পালে।

শিশুর হাসি মায়ের আদর

লাল সবুজের এই পতাকায়

কৃষ্ণচূড়া কদম ফুলে

শেখ মুজিবুর দখিন হাওয়ায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর

বাংলাদেশের আলো আশায়

ধন্য এদেশ ধন্য সবাই

সে নাম আছে ভালোবাসায়।

শেখ মুজিবের স্বপ্নগুলো

হৃদয়জুড়ে সবার বুকে

প্রতিটি ক্ষণ প্রতিটি কাল

তোমার আমার সুখে-দুখে!

শেখ মুজিবের ছড়া

শেখ মুজিবুর

সত্তাজুড়ে

শেখ মুজিবুর

অন্তঃপুরে।

শেখ মুজিবুর

কাছে দূরে

শেখ মুজিবুর

সুরে সুরে।

শেখ মুজিবুর

দৃষ্টিজুড়ে

শেখ মুজিবুর

সৃষ্টিজুড়ে।

শেখ মুজিবুর

ইতিহাসে

শেখ মুজিবুর

বারোমাসে।

বঙ্গবন্ধু

আমার আছে শেখ মুজিবুর

কোটি প্রাণে সেই একই সুর

জয় বাংলা মন্ত্রজাগা প্রাণে,

মুজিব মানে সবুজ-লালে

স্বাধীনতায় দ্রোহকালে

পাখির ডাক ও কাদাজলের ঘ্রাণে!

এক মুজিবুর বিশ্বজুড়ে

মন থেকে মন নয় কো দূরে

মহাকালের প্রতি বাঁকে বাঁকে,

মুজিব মানে আকাশ নত

মুক্তির গান আছে যতো

তুলির ছোঁয়ায় ম্যাপজুড়ে তা আঁকে!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর

আঁধারচেরা মুক্তিরই নূর

ইতিহাসের অমর পাতায় আছে,

মুজিব মানে মুজিবই হোন

মুক্ত হাওয়ায় প্রতিটি ক্ষণ

স্বপ্ন হাজার সেই নামে আজ বাঁচে!

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!