সেই খোকা আর কেউ নয় মুজিব নামে চিনি

ইমরান পরশবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2019, 09:50 AM
Updated : 2 August 2019, 09:50 AM

মুজিব বাড়ি যাই

‘আয় ছেলেরা আয় মেয়েরা’

মুজিব বাড়ি যাই

টুঙ্গিপাড়া মুজিব বাড়ি

তার তুলনা নাই।

লাল-সবুজের জমিনটাতে

শেখ মুজিবের বাস

মুজিব মানে জাতির পিতা

বিশ্ব ইতিহাস।

স্বাধীনতার মহানায়ক

বিশ্বজয়ী বীর

মুজিব আমার জাতির পিতা

মুজিব বাঙালির।

তুমি ছাড়া নেই ভালো

তুমি ছাড়া নেই ভালো আজ

বাংলাদেশের মাটি

ঘাতকগুলো স্বাধীন দেশে

গড়ছে আজও ঘাঁটি

আজ তোমাকে খুব প্রয়োজন

করছি অনুভব

তোমার দেয়া আদর্শ তাই

রাখছি বুকে সব।

মুজিব নামে চিনি

মন বসে না কোনো কাজে মন বসে না ঘরে

খোকার মনের আকাশ জুড়ে খুশির জোনাক ওড়ে।

থিরথিরিয়ে মধুমতি যায় বয়ে যায় দূরে

প্রজাপতি পাখনা মেলে খোকার বাঁশির সুরে।

মন মাঝি তোর বৈঠা নে রে পরাণ মাঝি গায়

শান্ত নদীর দুকূল বেয়ে স্বপ্ন যে হারায়।

দুরন্ত এই ছোট্ট খোকার মন বসে না পাঠে

মন ছুটে যায় উদাস হয়ে জোছনা ধোয়া মাঠে।

ঘর থেকে পা বাড়ায় খোকা জোনাক জ্বলা রাতে

হাজার তারা কথা বলে তাই তো খোকার সাথে।

মন হয়ে যায় প্রজাপতি রঙিন ডানা মেলে

খোকার বুঝি দিন কেটে যায় নানান খেলা খেলে।

খোকার অনুভবে আছে বাংলাদেশের গান

তাঁর মনে যে ভালোবাসার সাতখানা আসমান।

গরীব দুখীর জন্য খোকার প্রাণ যে কেঁদে ওঠে

খোকার ভালোবাসায় দেশে খুশির গোলাপ ফোটে।

সাতই মার্চে দেন শুনিয়ে তাঁর সে অভয় বাণী

একদফাতে মুক্তি সনদ বীরবাঙালি জানি।

সেই খোকা তো আর কেউ নয় মুজিব নামে চিনি

ইতিহাসে বাংলাদেশের জাতির পিতা তিনি।

অলঙ্করণ: শিল্পী সোহাগ পারভেজ

 

পেলাম স্বাধীনতা

খোকা খুকু তোমাদের

বলি শোনো এই

স্বাধীনতা আসেনি তো

অতি সহজেই।

আমাদের এই মাটি

এই পরিবেশ।

ছিল না তো মুক্ত

প্রিয় এই দেশ

একজন প্রিয় নেতা

এলো অবশেষে

তাঁর ডাকে আমরাও

লড়ি বীর বেশে।

তাঁর ডাকে বাঙালি

ভয় করে দূর

মুক্তির দিশারি সে

শেখ মুজিবুর।

একটুও নেই ভালো

মুজিব ছাড়া বাংলা মাগো

একটুও নেই ভালো

পিতা ছাড়া সন্তানেরও

নেই চোখে আজ আলো।

পিতা ছাড়া কেমনে বলো

আমরা ভালো থাকি

পিতাহারা বীর বাঙালি

নীড়হারা এক পাখি।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com। সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!