জাকির আজাদের ছয় ছড়া
জাকির আজাদ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Jul 2019 01:46 PM BdST Updated: 26 Jul 2019 01:46 PM BdST
-
অলঙ্করণ: শিল্পী সমর মজুমদার
১
জোহার পুতুল মেয়ে নাকি
থাকে কেবল হা করে
কিছু খেতে সাধলে তাকে
মাথা নেড়ে না করে।
যতো দেয় যে পাউরুটি কেক
নিজের হাতে চা করে
সামনে খাবার পড়ে থাকে
খায়রে পোকা মাকড়ে।
কী কারণে রাগটা এমন
কম কি পড়লো আদরে
রাতে শুয়ে ভাবে জোহা
মুখটা ঢেকে চাদরে,
পুতুল মেয়ের নামটি ডরিন
জন্ম নাকি ভাদরে
তার জন্য তাই সব উপদেশ
করবে গ্রহণ সাদরে।
২
টেবিল জুড়ে পড়ে আছে
নানা পদের নাস্তা
রুটি মাখন ডিম পরোটা
অরেঞ্জ জুস পান্তা।
ছানার সন্দেশ মিষ্টি দধি
বিস্কুট নোনতা খাস্তা
খায়না শান্তা আজ ভুলেছে
খাবার ঘরের রাস্তা।
কী হয়েছে ব্যাপার এমন
জিগায় আপু কান্তা
কয়না কিছু খায়না কিছু
চুপটি থাকে শান্তা।
পোষা পুশি আজকে যেনো
তারই কাছে জান্তা
ব্যাপার নাকি শান্তা খাবে
মরিচ পোড়া পান্তা।
৩
কয়না কথা খায়না কিছু
মিষ্টি মেয়ে প্রাচী
প্রিয় খাবার তৈরি করে
সাধে আম্মু-চাচি।
স্বাদের খাবার পড়ে থাকে
তাতে পোকা মাছি
উড়ে উড়ে ঘুরে ঘুরে
করে নাচানাচি।
কেনো কথা কয়না আহা
কেনো খায়না প্রাচী
কারণ নাকি একটা আছে
ঘটনা খুব টাচি।
পাতা ছাঁটতে যেয়ে মালি
চালিয়ে ধার কাঁচি
বন্ধু প্রজাপতির পাখা
ফেললো নাকি চাঁছি।
৪
জোহামণির উদাস দৃষ্টি
মনটা খারাপ ভারি,
চায়না খেলনা চাবির পুতুল
ব্যাটারি চার্জ গাড়ি।
গিন্নী সাজার জন্য চায়না
চুড়ি রঙ্গিন শাড়ি
খুব পছন্দের মন্ডা-মিঠাই
মিষ্টি দধির হাঁড়ি।
বায়না জোহার পাখির মতো
দুটি ডানা খালি
ঘুরতে যেতো মেঘের দেশে
নিয়ে ফুলের ডালি।
মেঘ পরীদের সাথে নেচে
দেবে খুশির তালি,
কিন্তু জোহা জানেনা এই
আশা গুড়েবালি।
৫
জোহার পোষা পাখি নাকি
খায়না কিছু ঠুকরে
দু‘দিন ধরে উপোস আছে
মলিন করে মুখরে।
দেয় যে নানা পদের খাবার
ভরতে পেটের ভুখরে
ছোঁয়না কিছু কষ্টে জোহার
কান্না আসে ডুকরে।
বাড়ির সবাই এই ব্যাপারটা
করছে ওভার লুকরে
ভেবে জোহা পায়না কারণ
বাড়ে মনে দুখরে।
পোষা পাখির গোস্বাখানি
গভীর কতোটুকরে
কেমনে এখন মান ভাঙ্গাবে
আনবে কোমল সুখরে।
৬
অন্যা ভারি লক্ষ্মী মেয়ে
রাগ অভিমান করে না
জিজ্ঞেস না করে কারো কিছু
ভুল করে ধরে না।
যখন তখন ইচ্ছে হলে
দোলনায় ওঠে চড়ে না,
কোনো সাবজেক্ট না বুঝেই
একেবারে পড়ে না।
অন্যা ভারি মিষ্টি মেয়ে
বেশি কথা বলে না,
অজুহাত আর মিথ্যা কথায়
মনটা তারতো গলে না।
পড়ার সময় পড়বে সেতো
তখন খেলা চলে না,
সব কাজেতে দেয় মনোযোগ
ফাঁকিবাজদের দলে না।
কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!
সর্বাধিক পঠিত
- গল্প শোন বাঘের
- এ পি জে আবদুল কালামের ৩০টি অমিয় বাণী
- টিকটিকির টিক্ টিক্
- শিশুর হঠাৎ জ্বর, ওমিক্রন হলেও দুশ্চিন্তা নেই
- জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি
- একটি ভূতের গল্প লেখার পরের ঘটনা
- মানুষের মাংস পিঁপড়ার পছন্দ
- শিশু খেতে চায় না, সত্যিই কি এটা কোন রোগ
- শিশুর দেরিতে কথা বলা, কারণ ও করণীয়
- জয়নুলের ‘দুর্ভিক্ষের চিত্রমালা’