বর্ষার ছড়া: আকাশ ভরা মেঘে

রানাকুমার সিংহরানাকুমার সিংহ
Published : 24 July 2019, 08:57 AM
Updated : 24 July 2019, 08:57 AM

বর্ষাঋতু

জ্যৈষ্ঠ বিদায় আষাঢ় এলো

আকাশ ভরা মেঘে

সারা দিনভর ঝরে অঝোর

বৃষ্টি দারুণ বেগে।

ব্যাঙেরা সব মত্ত গানে

ঘ্যাঙর ঘ্যাঙর সুরে

কিচিরমিচির শব্দে পাখি

যায় যে ঘরে উড়ে।

নদী-নালা খালবিলে অই

উপচিয়ে যায় জলে

মেঠোপথে যায় রে ভিজে

দুষ্টু ছেলের দলে।

কদমফুলের কি বাহারী

রূপ দেখে মন ভরে

আষাঢ় শেষে আসবে শ্রাবণ

বৃষ্টি সাথে করে।

খুকি

ছোট্ট খুকি মায়াবী এক

পরির মতো হাসে

ফড়িং দেখে আনন্দে সে

দুহাত মেলে ভাসে।

প্রজাপতির ডানায় আঁকা

রঙের খেলা দেখে

খুকির মনে কল্পনা সব

উড়ে একেবেঁকে!

চড়ুই পাখির দুষ্টুমি আর

বিড়াল ছানাটিও

খুকির খুবই ভালো লাগে

কিচিরমিচির-মিঁও!

টাপুরটুপুর বৃষ্টি বা যেই

রংধনুটা ভাসে

আনন্দ আর বাধ মানে না

যখন খুকি হাসে!

ফুলগুলোরও বন্ধু এবং

তারার মেলায় হেসে

খুকির গালে রোদও খেলে

ভীষণ ভালোবেসে।

দুরন্ত

জামাল খুবই শান্ত ছেলে

আবুল ভারি দুষ্টু,

আবুল শুধু ভাংচুরে আর

জামাল থাকে সুষ্ঠু।

জামাল পড়ালেখায় ভালো

আবুল পিছু পিছু,

দুই জনাতে ভাব হয়েছে

এই ইদানিং কিছু।

দু’বন্ধু খুব ঘুরে বেড়ায়

এক সাথে যায় দেখা,

ভাবছে সবাই আবুল এখন

করবে পড়ালেখা।

হঠাৎ সেদিন সেই ভাবনার

অপেক্ষা যায় মিটে,

জামাল নাকি হয়ে গেছে

দুরন্ত-ডানপিটে।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!