গগনে মেঘজাল

মাহমুদ লতিফবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2019, 08:40 AM
Updated : 30 June 2019, 08:40 AM

গগনে মেঘজাল পাখিদের নাই দেখা
জলে ডুবে মুছে গেছে দূরে সব রেখা
মাথাল মাথায় কিষাণ একাকী আছে বসে
যদি তটে আবার তরী ফিরে আসে
গগনে দেয়া ডাকে করে আবাহন
এখনি হইবে ঘন বরষণ।
ওই দূর বনে ভেজা সমীরণে
পাতাগুলো কেঁপে ওঠে ভারি গরজনে
গগনে পড়েছে যেন কালো আভরণ
এখনি নামিবে ঘন বরষণ।
গাভি লয়ে ছুটিছে রাখালেরা বাটি
ভেজা গায়ে সেঁটে আছে পরনের ধটি
আমি ঘরে বসে করি শাওন রসন
এখনি হইল শুরু ঘন বরষণ।
সাদা জল এঁকেবেঁকে কোথা চলে যায়
মেঠো পথে কাদা জলে পথিকেরা ধায়
চালেতে জল পরি ওঠেছে রনরন
এখনি নামিবে ফের ঘন বরষণ।
দূর নদী ধারে ঘন কাশবন
মেখেছে শরীরে সাদা কালো রং
হৃদয় হইয়া ওঠে অতি আনমন
ঝরিছে অবিরত ঘন বরষণ।
আরো দূরে দেখা যায় জল ঘেরা ঘর
ঘোর ধরায় চোখে ফোটার তড়তড়
কদম কুঞ্চিত হিমে করে সিঞ্চন
শাওন এসেছে ফিরে লয়ে বরষণ।

কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা kidz@bdnews24.com । সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!